শাল্লায় কিশোরীকে ধর্ষণ: ইউপি চেয়ারম্যানসহ গ্রেপ্তার ২
সুনামগঞ্জের শাল্লা উপজেলায় এক কিশোরীকে ধর্ষণের অভিযোগে দায়েরকৃত মামলার পলাতক প্রধান আসামি বাহাড়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান বিশ্বজিৎ চৌধুরী নান্টু ও ইউপি সদস্য দেবব্রত দাসকে গ্রেপ্তার করা হয়েছে।
প্রথম নিউজ, ডেস্ক : সুনামগঞ্জের শাল্লা উপজেলায় এক কিশোরীকে ধর্ষণের অভিযোগে দায়েরকৃত মামলার পলাতক প্রধান আসামি বাহাড়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান বিশ্বজিৎ চৌধুরী নান্টু ও ইউপি সদস্য দেবব্রত দাসকে গ্রেপ্তার করা হয়েছে। গোপন সংবাদের ভিত্তিতে শাল্লা থানা পুলিশ সুনামগঞ্জ ডিবি পুলিশের সহযোগীতায় শুক্রবার বিকেল ৪টার দিকে জেলা শহরের পানসী রেস্টেুরেন্টের সামনে থেকে তাদেরকে গ্রেপ্তার করা হয়। পরে গ্রেপ্তারকৃত ২ জনকে সুনামগঞ্জ আদালতে হস্তান্তর করা হয়েছে বলে সত্যতা নিশ্চিত করেছেন শাল্লা থানার অফিসার ইনচার্জ আমিনুল ইসলাম।
উল্লেখ্য, গত ১৫ই সেপ্টেম্বর এক কিশোরীকে চেয়ারম্যান বিশ্বজিৎ চৌধুরী নান্টু ও ইউপি সদস্য দেবব্রত দাস মিলে ধর্ষণ করেন। এ ঘটনায় ১৬ সেপ্টেম্বর ধর্ষিতা নিজে বাদী হয়ে শাল্লা থানায় একটি ধর্ষণ মামলা দায়ের করেন। ওই মামলায় প্রধান আসামি বাহারা ইউপি চেয়ারম্যান বিশ্বজিৎ চৌধুরী নান্টু। এছাড়া আরো ২ জন আসামি হল ইউপি সদস্য দেবব্রত দাস ও বাহাড়া গ্রামের প্রেমিক মলয় দাস। মামলার পর থেকে আসামিরা পলাতক ছিলেন।
Download করুন আমাদের App এবং Subscribe করুন আমাদের YouTube Channel:
https://apps.apple.com/de/app/prothomnews/id1588984606?l=en
https://play.google.com/store/apps/details?id=com.prothomnews