শ্রমিকদের ৬ মাসের বেতন না দিয়ে কারখানা বন্ধের অভিযোগ
মঙ্গলবার (১১ অক্টোবর) বেলা ১১টার দিকে জাতীয় প্রেস ক্লাবের সামনে মানববন্ধন করেছেন প্রতিষ্ঠানটির শ্রমিকরা। মানববন্ধন শেষে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি দেওয়ার কথা রয়েছে।
প্রথম নিউজ, ঢাকা: ১১০০ শ্রমিকের ছয় মাসের বেতন না দিয়ে কারখানা বন্ধ করে দিয়েছে স্ক্যানডেক্স নিট ওয়্যার লিমিটেড। এমন অভিযোগ তুলে মঙ্গলবার (১১ অক্টোবর) বেলা ১১টার দিকে জাতীয় প্রেস ক্লাবের সামনে মানববন্ধন করেছেন প্রতিষ্ঠানটির শ্রমিকরা। মানববন্ধন শেষে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি দেওয়ার কথা রয়েছে।
তারা বলছেন, কর্তৃপক্ষ ৩৫০ কোটি টাকা বিদেশে পাচার করে কারখানা লে-অফ ঘোষণা করেছে। স্ক্যানডেক্স নিট ওয়্যার লিমিটেডের শ্রমিক মো. শামীম হোসেন বলেন, শ্রমিকদের ছয় মাসের বেতন না দিয়ে মালিকপক্ষ কারখানা তালা দিয়ে উধাও হয়ে গেছে। আমরা বেপজা কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করলে তারা বলেন- তোমাদের চাকরি আছে, বেতন পাবে। কিন্তু মালিক বেতন দেয় না।
তিনি আরও বলেন, পরপর তিন বার বেতন দেওয়ার কথা বলেছিল বেপজা। এখন তারা আগামী এপ্রিলে যোগাযোগ করতে বলেছে। কিন্তু কীভাবে আমরা আমাদের পাওনা পাব, কিভাবে আমাদের পরিবার চলবে, সে বিষয়ে কিছুই বলেনি। দীর্ঘ ৬ মাস ধরে বেতন না হওয়ায় আমরা মানবেতর জীবন যাপন করছি। মানববন্ধনে উপস্থিত ছিলেন শ্রমিক নেতা জাহাঙ্গীর আলম দুলু, মাসুদ, রাজু আহম্মেদসহ ভুক্তভোগী শ্রমিকরা।
Download করুন আমাদের App এবং Subscribe করুন আমাদের YouTube Channel:
https://apps.apple.com/de/app/prothomnews/id1588984606?l=en
https://play.google.com/store/apps/details?id=com.prothomnews