শ্রীপুরের জঙ্গল থেকে অটোরিকশা চালকের রক্তাক্ত মরদেহ উদ্ধার
অটোরিকশাচালক হৃদয়কে ধারালো ছুরি দিয়ে আঘাত করে তাকে খুন করা হয়েছে।
প্রথম নিউজ, গাজীপুর: গাজীপুরের শ্রীপুরে জঙ্গলের ভেতর থেকে এক অটোরিকশা চালকের রক্তাক্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। অটোরিকশাচালক হৃদয়কে ধারালো ছুরি দিয়ে আঘাত করে তাকে খুন করা হয়েছে। মরদেহটির পাশেই পড়ে ছিলো ধারালো ছুরি। নিহত হৃদয় (২৫) ময়মনসিংহ জেলার গফরগাঁও উপজেলার হাতিখলা গ্রামের মৃত সুজন মিয়ার ছেলে। তিনি জেলার শ্রীপুর পৌরসভার বাগমারা গ্রামের (কলেজপাড়া) এলাকার বিল্লালের বাড়িতে ভাড়ায় থেকে অটোরিকশা চালাতেন। পুলিশ মরদেহটি উদ্ধার করে ময়না তদন্ত করাতে হাসপাতাল মর্গে পাঠিয়েছে।
শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ এফ এম নাসিম জানান,গতকাল রোববার (১০ ডিসেম্বর) দিবাগত রাত পৌঁনে ১টার সময় উপজেলার গোসিঙ্গা ইউনিয়নের কর্নপুর সিটপাড়া সংযোগ সড়কের পাশে জঙ্গলের ভেতর মরদেহ পড়ে থাকার খবর পেয়ে তা উদ্ধার করা হয়। নিহত ব্যক্তি একজন অটোরিকশা চালক। গতকাল সন্ধ্যা সাড়ে ৫ টার দিকে অটোরিকশা নিয়ে বাড়ি থেকে বের হন তিনি। এরপর আনুমানিক রাত ৮ টা থেকে ১০ টার মধ্যে দুষ্কৃতিকারীরা হত্যা করে। ঘটনাস্থল থেকে একটি ছোরা উদ্ধার করা হয়েছে।
মরদেহের ময়নাতদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দিন আহমদ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ঘটনার সাথে জড়িতদের শনাক্ত করে গ্রেপ্তারের চেষ্টাসহ এবিষয়ে পরবর্তী আইনি পদক্ষেপ প্রক্রিয়াধীন রয়েছে।