শ্রীপুরে মুক্তিযোদ্ধা পরিবারের উপর হামলা, ভাংচুর-লুটপাট, আহত ১
গত ৯ মে মঙ্গলবার সকালে উপজেলার সব্দালপুর ইউনিয়নের আমতৈল গ্রামে এ ঘটনা ঘটে।
প্রথম নিউজ, শ্রীপুর (মাগুরা) প্রতিনিধি: মাগুরার শ্রীপুরে মনিরুল ইসলাম নামে এক মুক্তিযোদ্ধা পরিবারের উপর হামলা, ভাংচুর- লুটপাটের ঘটনা ঘটেছে। গত ৯ মে মঙ্গলবার সকালে উপজেলার সব্দালপুর ইউনিয়নের আমতৈল গ্রামে এ ঘটনা ঘটে। হামলার ঘটনায় মুক্তিযোদ্ধা মনিরুল ইসলামের ছেলে সাকিরুল ইসলাম সুমন (৩৮) মারাত্মক আহত হয়। বর্তমানে তিনি শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছে। এ ঘটনায় মুক্তিযোদ্ধা মনিরুল ইসলাম বাদী হয়ে বুধবার হামলাকারীদের বিরুদ্ধে শ্রীপুর থানায় একটি মামলা দায়ের করেন।