শেরপুরে বিএনপির লিফলেট বিতরণ ও গণসংযোগ

আজ শুক্রবার শহরের বিভিন্ন এলাকায় মিছিলসহ লিফলেট বিতরণ করেন।

শেরপুরে বিএনপির লিফলেট বিতরণ ও গণসংযোগ

প্রথম নিউজ, শেরপুর: বাংলাদেশের জনগণের বিরুদ্ধে অবস্থান নিয়ে তারা নব্য রাজাকারের ভূমিকায় অবতীর্ণ হয়েছে। ডামি নির্বাচন বর্জন ও অসহযোগ আন্দোলনের জনমত তৈরির লক্ষ্যে শেরপুর জেলা বিএনপি'র সাধারণ সম্পাদক হযরত আলীর নেতৃত্বে শেরপুর জেলা বিএনপি অঙ্গ ও সহযোগী সংগঠনের লিফলেট বিতরণ ও গণসংযোগ। আজ শুক্রবার শহরের বিভিন্ন এলাকায় মিছিলসহ লিফলেট বিতরণ করেন। শেরপুর জেলা বিএনপির সাধারণ সম্পাদক হযরত আলী বলেন জনগণের বিরুদ্ধে অবস্থান নিয়ে সরকার নব্য রাজাকারে পরিণত হয়েছে। তিনি বলেন বর্তমানে যে নির্বাচন বাংলাদেশে হচ্ছে তা হলো তামাশা আর প্রতারণার নির্বাচন। আওয়ামী লীগ ও তাদের মিত্ররা ছাড়া দেশের প্রায় ৬৩ জনপ্রিয় রাজনৈতিক দল এই তামাশার নির্বাচনে অংশ নেয়নি।

এসময় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সরকার পতনের একদফা দাবিতে ভোট বর্জনের আহ্বানের পাশাপাশি অসহযোগ আন্দোলনের যে ডাক দিয়েছেন, দেশবাসীকে সব ধরনের ভ্যাট-ট্যাক্স, ইউটিলিটি বিল প্রদান স্থগিত ও মামলার হাজিরা না দিয়ে সরকারকে অসহযোগিতার যে আহ্বান জানিয়েছেন তা সফল করার জন্য আহবান জানান হযরত আলী।