শূন্য হাতে শেষ হলো বাংলাদেশের কমনওয়েলথ গেমস
ইংল্যান্ডের বার্মিংহামে চলছে ২২তম কমনওয়েলথ গেমস। চলবে ৮ আগস্ট পর্যন্ত
প্রথম নিউজ, ডেস্ক : ইংল্যান্ডের বার্মিংহামে চলছে ২২তম কমনওয়েলথ গেমস। চলবে ৮ আগস্ট পর্যন্ত। কিন্তু এরই মধ্যে বাংলাদেশের বিদায় হয়ে গেছে। শুক্রবার কুস্তি প্রতিযোগিতার মধ্য দিয়ে শেষ হয়েছে লাল-সবুজের গেমস।
বাংলাদেশের শেষ ডিসিপ্লিন ছিল কুস্তি। আগের ইভেন্টগুলোর মতো এই ইভেন্টের ক্রীড়াবিদরাও দেশে পাঠিয়েছে হতাশার খবর। বাংলাদেশের কুস্তিগীররদের কেউই জয়ের দেখা পাননি।
ফ্রি-স্টাইল ৬২ কেজি ওজন শ্রেণীর কোয়ার্টার ফাইনালে দোলা খাতুন ১০-০ পয়েন্টে হেরেছেন ক্যামেরুনের বার্থা এমেলিয়েন এনগোলের কাছে।
পুরুষ ৮৬ কেজি ওজন শ্রেণীতে আব্দুর রশিদ হাওলাদার ৪-০ পয়েন্টে হেরেছেন সিয়েরা লিওনের সেকু কাসেগবামার কাছে। পুরুষ ১২৫ কেজি শ্রেণীতে লিটন বিশ্বাস ১১-০ পয়েন্টে হেরেছেন জ্যামাইকার অ্যারন জনসনের কাছে।
Download করুন আমাদের App এবং Subscribe করুন আমাদের YouTube Channel:
https://apps.apple.com/de/app/prothomnews/id1588984606?l=en
https://play.google.com/store/apps/details?id=com.prothomnews