শেখ জামালকে হারিয়ে শিরোপা পুনরুদ্ধার করলো আবাহনী
প্রথম নিউজ, ডেস্ক : প্রিমিয়ার লিগের গত আসরে টানা তিনবারের চ্যাম্পিয়ন আবাহনীকে হতাশায় ডুবিয়ে নিজেদের প্রথম শিরোপা জিতেছিল শেখ জামাল। তবে পরের আসরেই শিরোপা পুনরুদ্ধার করল মোসাদ্দেক হোসেনের দল। মিরপুর শের-ই বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামের লিগের শেষ রাউন্ডের ম্যাচে ৪ উইকেটে জিতেছে আবাহনী। সব মিলিয়ে ঢাকার শীর্ষ ক্লাব টুর্নামেন্টে ২২তম শিরোপা জিতল আবাহনী। ২০১৩-১৪ মৌসুমে লিস্ট 'এ' মর্যাদা পাওয়ার পর প্রিমিয়ার লিগে তাদের পঞ্চম শিরোপা এটি। আর কোনো দল জেতেনি একাধিকবার।
২৮৩ রানের লক্ষ্য ৪ বল বাকি থাকতেই ছুঁয়ে ফেলেছে আবাহনী। এর আগে নির্ধারিত ৫০ ওভারে ৭ উইকেট হারিয়ে ২৮২ রান সংগ্রহ করেছিল শেখ জামাল।
বিস্তারিত আসছে...