লক্ষ্মীপুরে ইসলামী আন্দোলনের বিক্ষোভ

লক্ষ্মীপুরে ইসলামী আন্দোলনের বিক্ষোভ

 প্রথম নিউজ, লক্ষ্মীপুর : দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার প্রতিবাদে লক্ষ্মীপুরে বিক্ষোভ মিছিল করেছে ইসলামী আন্দোলন বাংলাদেশ। বৃহস্পতিবার (১৬ নভেম্বর) বিকেল ৩টার দিকে জেলা কমিটির ব্যানারে শহরের দক্ষিণ তেমুহনী এলাকা থেকে মিছিলটি শুরু হয়। শহরের প্রধান প্রধান সড়ক শেষে মোরগহাটা এলাকায় সংক্ষিপ্ত সমাবেশে মিলিত হয়।

এতে বক্তব্য দেন ইসলামী আন্দোলন বাংলাদেশ জেলা শাখার সভাপতি অনারারি ক্যাপ্টেন (অব.) মুহাম্মদ ইব্রাহিম, সেক্রেটারি মাওলানা মহিউদ্দিন, জয়েন্ট সেক্রেটারি আ হ ম নোমান সিরাজী, প্রচার ও দাওয়াহ সম্পাদক মাহমুদুল হাসান, ইসলামী যুব আন্দোলনের কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক আব্দুজ জাহের আরেফী, অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি লোকমান হোসাইন, জেলা সাংগঠনিক সম্পাদক ইমরান হোসাইন, শ্রমিক আন্দোলন জেলা সভাপতি নাছির আহমেদ, ইসলামী যুব আন্দোলন জেলা শাখার সভাপতি ইসমাঈল সিরাজী ও ছাত্র আন্দোলন জেলা শাখার সভাপতি হাবিবুর রহমান প্রমুখ।

বক্তারা বলেন, একতরফা ঘোষিত নির্বাচনী তফসিলে দেশের জনগণের ভোটাধিকার নিশ্চিত হবে না। বর্তমান নির্বাচন কমিশন আরও একটি প্রহসনের নির্বাচনের পথে হাঁটছে। তাদের এ প্রহসনের নির্বাচন জনগণ সফল হতে দেবে না। জাতীয় সরকারের গঠনের মাধ্যমে সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনে পরিবেশ সৃষ্টি করতে হবে।

প্রসঙ্গত, প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল বুধবার (১৫ নভেম্বর) সন্ধ্যায় দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করেন। এতে ৭ জানুয়ারি নির্বাচনের তারিখ নির্ধারণ করা হয়েছে।