লাইফ সাপোর্টে নজরুল ইসলাম খানের সহধর্মিণী
গত ৫ জানুয়ারি তাকে ইউনাইটেড হাসপাতালে ভর্তি করা হয়।
প্রথম নিউজ, অনলাইন: বিএনপির স্থায়ী কমিটি সদস্য নজরুল ইসলাম খানের সহধর্মিণী অলিফা আকতার ইউনাইটেড হাসপাতালে সিসিইউতে লাইফ সাপোর্টে আছেন। গত ৫ জানুয়ারি তাকে ইউনাইটেড হাসপাতালে ভর্তি করা হয় বলে বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান এ তথ্য জানিয়েছেন। ওদিকে বিএনপির স্থায়ী কমিটি সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেনকে সিসিইউ থেকে কেবিনে স্থানান্তর করা হয়েছে বলেও জানান শায়রুল।