রাষ্ট্রদূতদের আনসার এসকর্ট চূড়ান্ত, নোট ভারবাল যাচ্ছে দূতাবাসগুলোতে
আর দূতদের বাড়তি নিরাপত্তা দিতে আনসার বাহিনীর সক্ষমতা রয়েছে দাবি করে বাহিনীর মহাপরিচালক মেজর জেনারেল একেএম আমিনুল হক বলেছেন, আমরা এ নিয়ে পুরোপুরি প্রস্তুত।
প্রথম নিউজ, অনলাইন: বিদেশি কূটনীতিকদের কীভাবে এসকর্ট সুবিধা দেবে আনসার বাহিনী তা চূড়ান্ত হয়েছে বলে জানিয়েছেন পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন। আর দূতদের বাড়তি নিরাপত্তা দিতে আনসার বাহিনীর সক্ষমতা রয়েছে দাবি করে বাহিনীর মহাপরিচালক মেজর জেনারেল একেএম আমিনুল হক বলেছেন, আমরা এ নিয়ে পুরোপুরি প্রস্তুত। যুক্তরাষ্ট্র, বৃটেন, ভারত, সৌদি আরবসহ বিদেশি কূটনীতিকদের স্থায়ী এবং অস্থায়ী পুলিশি এসকর্ট সুবিধা প্রত্যাহারের পর দূতদের নিরাপত্তায় আনসার গার্ড রেজিমেন্টের এসকর্ট প্রদান বিষয়ে গতকাল সন্ধ্যায় এক রুদ্ধদ্বার আলোচনায় বসেন পররাষ্ট্র সচিব ও আনসার মহাপরিচালক। সেগুনবাগিচার ওই বৈঠক শেষে সচিব মাসুদ বিন মোমেন বাইরে অপেক্ষমাণ সাংবাদিকদের বলেন, বিদেশি কূটনীতিকদের কীভাবে অতিরিক্ত নিরাপত্তা দেবে আনসার বাহিনী, তা চূড়ান্ত হয়েছে।
আগামীকাল বা রোববারের মধ্যে আমরা বিষয়টি নোট ভারবালের মাধ্যমে দূতাবাসগুলোকে জানিয়ে দেবো। সেখানে আনসার বাহিনীর মহাপরিচালক বলেন, কূটনীতিকদের অতিরিক্ত নিরাপত্তা দিতে আনসার বাহিনী প্রস্তুত আছে, আর্থিক বিষয় পরবর্তীতে আলোচনা করে ঠিক করা হবে। ঢাকায় নিযুক্ত বিদেশি দূতাবাস ও রাষ্ট্রদূতদের নিরাপত্তার জন্য নিয়োজিত আছে পুলিশের বিশেষ বিভাগ ডিপ্লোমেটিক সিকিউরিটি ডিভিশন। যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, ভারত ও সৌদি আরবের রাষ্ট্রদূতের চলাচলের জন্য এত বছর ধরে স্থায়ীভাবে এসকর্ট সুবিধা দেয়া হতো। অস্থায়ীভাবে অন্যরাও এ সুবিধা পেতেন।
যা সম্প্রতি সরকার আচমকা প্রত্যাহার করে নেয়। এ নিয়ে কূটনৈতিক অঙ্গনে ব্যাপক প্রতিক্রিয়া হয়েছে। উদ্ভূত বিতর্কের প্রেক্ষিতে সরকার আনসারের বিশেষ বাহিনী দিয়ে এই সুবিধা দেয়ার সিদ্ধান্ত নেয়। নিরাপত্তায় আনসার গার্ড রেজিমেন্টের এসকর্ট বিষয়ক ঘণ্টাখানেক আলোচনার পর আনসার মহাপরিচালক জানান, ইউরোপীয় ইউনিয়ন অফিসে আগেও কৌশলগত নিরাপত্তা দিয়েছে আনসার। আধুনিক প্রশিক্ষণ ও অস্ত্র চালনায় আনসার বাহিনী প্রশিক্ষিত। এই বাহিনী সরকারের দেয়া যেকোনো দায়িত্ব পালন করবে বলে জানান তিনি।