রাশিয়ার ৩০ কিলোমিটার ভেতরে ইউক্রেনের সেনারা

রাশিয়ার ৩০ কিলোমিটার ভেতরে ইউক্রেনের সেনারা

প্রথম নিউজ, ডেস্ক : রাশিয়ার জানিয়েছে, ইউক্রেনের সেনারা দেশটির ৩০ কিলোমিটার ভেতরে ঢুকে গেছে। তারা প্রায় সপ্তাহখানেক আগে রাশিয়ার কুরস্ক শহরে প্রবেশ করে। প্রবেশকালে তাদের সঙ্গে ট্যাংকসহ অন্যান্য ভারি অস্ত্র ছিল। সোমবার ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় বলেছে, তাদের বাহিনী টোলপিনো এবং ওবশচি কোলোদেজ গ্রামের কাছে ইউক্রেনীয় সেনাদের মুখোমুখি হয়েছে। অন্যদিকে কুরস্ক অঞ্চলে ইউক্রেনীয় আক্রমণ ষষ্ঠ দিনে গড়িয়েছে।

রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মারিয়া জাখারোভা এ ঘটনার মাধ্যমে কিয়েভ ‘রাশিয়ার শান্তিপূর্ণ জনগণকে ভয় দেখানোর’ চেষ্টা করছে বলে অভিযোগ করেছেন।

এই সপ্তাহের শুরুতে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেন, আক্রমণটি একটি ‘বড় উসকানি’।

রোববার রাতে কিয়েভ থেকে দেওয়া ভাষণে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেন, চলতি গ্রীষ্মে রাশিয়ার কুরস্ক থেকে দুই হাজার আন্তঃসীমান্ত আক্রমণ চালানো হয়েছে।

তিনি আরও বলেন, কামান, মর্টার ও ড্রোন থেকে এ হামলা চালানো হয়। আমরা ক্ষেপণাস্ত্র হামলাও রেকর্ড করেছি এবং এই জাতীয় প্রতিটি হামলাই ন্যায্য প্রতিক্রিয়ার দাবি রাখে।