রাশিয়ার বিরুদ্ধে ভোট দিল ভারত, বিরত থেকেছে বাংলাদেশ
গাইবান্ধা-৫ উপনির্বাচন

প্রথম নিউজ, অনলাইন ডেস্ক: ইউক্রেনের চারটি অঞ্চলকে রুশ ফেডারেশনে যুক্ত করার নিন্দা এবং ‘অখণ্ড ইউক্রেন’-এর পক্ষে উত্থাপিত রেজুলেশনের ওপর অত্যাসন্ন ভোটাভুটির প্রক্রিয়া নিয়ে রাশিয়ার দাবি প্রত্যাখ্যাত হয়েছে। রাশিয়া চেয়েছিল ওই প্রস্তাব নিয়ে জাতিসংঘ সাধারণ পরিষদে যে ভোটাভুটি হবে, তা গোপন ব্যালটের মাধ্যমে করা হোক। কিন্তু না, তাদের দাবি ধোপে টেকেনি। নয়াদিল্লি ও নিউইয়র্কের সংবাদমাধ্যমগুলো এটা নিশ্চিত করেছে যে, সোমবার ভারতসহ শতাধিক দেশ রাশিয়ার দাবি দু’দফায় প্রত্যাখান করে প্রকাশ্য ভোটাভুটির পক্ষে রায় দিয়েছে। মোট ১০৭টি সদস্য রাষ্ট্র মস্কোর দাবির বিরুদ্ধে (প্রথম) রায় দেয়। অবশ্য রাশিয়ার সঙ্গে সুর মিলিয়ে তাদের দাবির পক্ষে ভোট দেয় মস্কোর ১২ মিত্র। ঢাকার কূটনৈতিক সূত্র এটা নিশ্চিত করেছে যে, ওই ভোটাভুটিতে এশিয়ার অনেকে রাশিয়ার বিরুদ্ধে ভোট দিলেও বাংলাদেশ বরাবরের মতো মধ্যপন্থা অবলম্বন করেছে। নির্মোহ ওই প্রস্তাবেও রাশিয়ার বিরুদ্ধে যাওয়ার ঝুঁকি নেয়নি ঢাকা। প্রথম রাউন্ডে মোট ৩৯টি দেশ ভোটদানে বিরত থেকেছে, ওই তালিকায় চীনও ছিল। ভোটাভুটির ফলাফলের ভিত্তিতে সাধারণ পরিষদের প্রেসিডেন্ট রেকর্ড করা ভোটের প্রস্তাব অনুমোদন করেন। কিন্তু মস্কো দমেনি, তারা তাৎক্ষণিক সিদ্ধান্তটি পুনর্বিবেচনার আবেদন জানায়। সিদ্ধান্তটি পুনর্বিবেচনা করা হবে কি-না, তা নিয়ে ফের ভোটাভুটি হয়। তাতেও ভারতসহ ১০৪ দেশ বিপক্ষে ভোট দেয়। ১৬টি দেশ রাশিয়ার প্রস্তাবের পক্ষে ভোট দেয় এবং ৩৪টি দেশ ভোটদানে বিরত থাকে। বাংলাদেশ তাতেও রাশিয়ার বিরুদ্ধে যায়নি বরং ভোটদানে বিরত থেকেছে।
উল্লেখ্য, গত মাসে ইউক্রেনের চার অঞ্চলে গণভোট এবং এগুলোকে রুশ ফেডারেশনে অন্তর্ভুক্তিকে অবৈধ উল্লেখ করে জাতিসংঘের নিরাপত্তা পরিষদে যুক্তরাষ্ট্র ও আলবেনিয়া খসড়া প্রস্তাব উত্থাপন করেছিল। রাশিয়ার ভেটোতে প্রস্তাবটি আটকে যায়, কিন্তু মস্কোর মিত্র নয়াদিল্লি সেখানে ভোটদানে বিরত ছিল।
উল্লেখ্য, সোমবার রাশিয়ার বিরুদ্ধে ভোট দেয়া ছাড়া ইউক্রেনে রুশ অভিযানের শুরু থেকে এ পর্যন্ত ভারত সব সময়ই সতর্ক অবস্থানে রয়েছে। নয়াদিল্লি এ অভিযানের নিন্দাও পর্যন্ত জানায়নি। তারা শুধু অবিলম্বে শত্রুতা বন্ধ করে আলোচনায় ফেরার আহ্বান জানিয়ে যাচ্ছে। সম্প্রতি ইউক্রেনের দোনেৎস্ক, খেরসন, লুহানস্ক ও জাপোরিঝঝিয়াতে গণভোটের মধ্য দিয়ে এগুলোকে রুশ ফেডারেশনের অন্তর্ভুক্ত করে মস্কো। এ গণভোট ও অন্তর্ভুক্তিকরণকে 'অবৈধ' উল্লেখ করে আলবেনিয়ার উদ্যোগে জাতিসংঘের সাধারণ পরিষদে একটি নিন্দা প্রস্তাব আনা হয়েছে। এ নিন্দা প্রস্তাব নিয়ে সাধারণ পরিষদে ভোটাভুটি হবে। প্রস্তাবটি নিয়ে সাধারণ পরিষদে দু'দিন ধরে বিতর্ক চলছে। আজ বুধবার নিউইয়র্ক সময় বিকালে (বাংলাদেশ সময় ভোর রাতে) রেজুলেশনের ওপর ভোটাভুটি হতে পারে। রেওয়াজ অনুযায়ী জাতিসংঘ সাধারণ পরিষদে এমন ভোটাভুটি প্রকাশ্যেই হয়। কিন্তু রাশিয়া নজিরবিহীনভাবে দাবি তুলে ওই ভোটাভুটি যেন গোপন ব্যালটের মাধ্যমে করা হয়। মস্কোর এ দাবি মানা হবে কি হবে না অর্থাৎ ভোট গ্রহণের পদ্ধতি বা প্রক্রিয়া কী হবে? তার ওপর সোমবার সাধারণ পরিষদে ভোট হয়।
Download করুন আমাদের App এবং Subscribe করুন আমাদের YouTube Channel:
https://apps.apple.com/de/app/prothomnews/id1588984606?l=en
https://play.google.com/store/apps/details?id=com.prothomnews