রপ্তানি আয়ে ডলারের দাম আরও বাড়লো

নতুন এ সিদ্ধান্তের ফলে এখন থেকে রপ্তানিকারকরা প্রতি ডলারের বিপরীতে পাবেন ১০৪ টাকা। নতুন এ দাম গতকাল থেকে কার্যকর হয়েছে।

রপ্তানি আয়ে ডলারের দাম আরও বাড়লো
রপ্তানি আয়ে ডলারের দাম আরও বাড়লো

প্রথম নিউজ, অনলাইন: রপ্তানি আয়ের ক্ষেত্রে ডলারের দাম আরেক দফা বাড়ানোর সিদ্ধান্ত নেয়া হয়েছে। দেশের ব্যাংকের শীর্ষ নির্বাহীদের সংগঠন এসোসিয়েশন অব ব্যাংকার্স বাংলাদেশ (এবিবি) ও বৈদেশিক মুদ্রা লেনদেনের সঙ্গে জড়িত ব্যাংকগুলোর সংগঠন বাংলাদেশ ফরেন এক্সচেঞ্জ ডিলারস এসোসিয়েশনে (বাফেদা) এ সিদ্ধান্ত নিয়েছে। নতুন এ সিদ্ধান্তের ফলে এখন থেকে রপ্তানিকারকরা প্রতি ডলারের বিপরীতে পাবেন ১০৪ টাকা। নতুন এ দাম গতকাল থেকে কার্যকর হয়েছে। এবিবি ও বাফেদা এক বৈঠকে রপ্তানি আয়ে ডলারের নতুন এ দাম নির্ধারণ করে। তবে প্রবাসী আয়ের ক্ষেত্রে ডলারের দাম অপরিবর্তিত (১০৭ টাকা) রাখা হয়েছে। বাফেদা ও এবিবির এ সিদ্ধান্ত সব ব্যাংককে চিঠি দিয়ে জানানো হয়েছে।

ব্যাংকগুলোতে পাঠানো বাফেদার চিঠিতে বলা হয়, এখন থেকে রপ্তানি আয়ের ক্ষেত্রে রপ্তানিকারকদের জন্য প্রতি ডলারের দাম হবে ১০৪ টাকা। গত ফেব্রুয়ারিতে রপ্তানি আয়ের বিপরীতে ডলারের দাম ১০৩ টাকা নির্ধারণ হয়েছিল। এর আগের মাসে রপ্তানি আয়ে ডলারের দাম ছিল ১০২ টাকা। এবিবি-বাফেদার নতুন সিদ্ধান্তের ফলে রপ্তানিকারকরা আগের তুলনায় আরও বেশি অর্থ পাবেন। তবে প্রবাসী আয়ের ক্ষেত্রে ডলারের দাম আগের মতো রয়েছে। অর্থাৎ রেমিট্যান্সে প্রতি ডলারে ১০৭ টাকা পাবেন গ্রাহক। 

Download করুন আমাদের App এবং Subscribe করুন আমাদের YouTube Channel: