রাজশাহীতে মহানগর আমিরসহ ৪ জামায়াত নেতাকর্মী আটক
রাজশাহী মহানগর জামায়াত ইসলামির আমিরসহ চার নেতাকর্মীকে আটক করছে পুলিশ। মঙ্গলবার (৪ এপ্রিল) দুপুর সাড়ে ১২টার দিকে নগরীর সোনাদিঘী মোড় থেকে তাদের আটক করা হয়
প্রথম নিউজ, রাজশাহী : রাজশাহী মহানগর জামায়াত ইসলামির আমিরসহ চার নেতাকর্মীকে আটক করছে পুলিশ। মঙ্গলবার (৪ এপ্রিল) দুপুর সাড়ে ১২টার দিকে নগরীর সোনাদিঘী মোড় থেকে তাদের আটক করা হয়।
আটকরা হলেন- রাজশাহী মহানগর জামায়াত ইসলামির আমির মাওলানা ড. কেরামত আলী, সদস্য মো. গোলাম সরোয়ার, সদস্য মো. নজরুল ইসলাম ও জামায়াত সমর্থক আনসার আলী।
বোয়ারিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহরাওয়ার্দী হোসেন আটকের সত্যতা নিশ্চিত করেছেন।
তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে সরকার বিরোধী ষড়যন্ত্রের অভিযোগে ৪ জামায়াত নেতাকর্মীকে আটক করা হয়েছে। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে। থানায় একটি মামলা হবে।
https://apps.apple.com/de/app/prothomnews/id1588984606?l=en, https://play.google.com/store/apps/details?id=com.prothomnews, https://youtube.com/protho