রাজশাহীতে পুলিশের ফাঁকা গুলি, আটক ২৪

বুধবার দুপুর ২টার দিক নগরীর মহিষবাথান এলাকায় ফাঁকা গুলি চালানোর ঘটনা ঘটে।

রাজশাহীতে পুলিশের ফাঁকা গুলি, আটক ২৪

প্রথম নিউজ, অনলািইন ডেস্ক: শিক্ষার্থীদের আন্দোলন কর্মসূচি ঘিরে রাজশাহীতে উত্তেজনা ছড়িয়েছে। বুধবার দুপুর ২টার দিক নগরীর মহিষবাথান এলাকায় ফাঁকা গুলি চালানোর ঘটনা ঘটে। এরপর ঘটনাস্থল ও এর আশপাশের এলাকা থেকে ২৪ জনকে আটক করা হয়। আটককৃতদের মধ্যে বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালসের (বিইউপি) ফাইন্যান্স বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী ওয়াকিউর রহমান শাওন, তানভীর আনজুম রাকিন ও রবিন নামে তিন শিক্ষার্থী রয়েছেন। তবে তাৎক্ষণিকভাবে বাকিদের নাম পরিচয় জানা যায়নি। আটকের সময় বিইউপি শিক্ষার্থী শাওন সাংবাদিকদের কাছে দাবি করেন, আমরা পরিস্থিতি দেখতে বের হয়েছিলাম। আমাদের কাছে কিছুই ছিল না। তবে পুলিশ জানিয়েছে, তাদের টহল গাড়ি লক্ষ্য করে ইটপাটকেল ছোড়া হয়। এতে গাড়ির সামনের কাঁচ ভেঙে যায়। এরপর তারা ফাঁকা গুলি ছোড়ে এবং কয়েকজনকে আটক করে। এ বিষয়ে আরএমপির রাজপাড়া থানার ওসি রফিকুল হক বলেন, আমাদের গাড়ি ভাঙচুর করা হয়। 

এ সময় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ছোড়া হয় ৫ রাউন্ড ফাঁকা গুলি। এরপর ঘটনাস্থল থেকে আমরা ৫ শিক্ষার্থীকে থানায় নিয়েছি। ওসি বলেন, তাদের জিজ্ঞাসাবাদ চলছে। এরপর প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে। এদিকে, শিক্ষার্থীদের কর্মসূচিকে সমর্থন জানিয়ে বুধবারও রাজপথে নেমেছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা। সকালে শিক্ষার্থীদের সঙ্গে নিয়ে তারা বিক্ষোভ সমাবেশ করেন। তবে এদিন বিশ্ববিদ্যালয়ে কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি। এদিন নগরীজুড়ে বাড়ানো হয় প্রশাসনের টহল। বিশেষভাবে দুপুরের পর থেকে মোড়ে মোড়ে সতর্ক অবস্থান নেন আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা।