রাজপথ ছাড়া খালেদা জিয়ার মুক্তির কোনো পথ নেই: দুদু
বাংলাদেশে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা করতে না পারলে আগামীতে বিএনপির অস্তিত্ব থাকবে কি না তা নিয়ে সন্দেহ প্রকাশ করেন এ বিএনপি নেতা।
প্রথম নিউজ, ঢাকা: রাজপথ ছাড়া বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মুক্তির কোনো রাস্তা নেই বলে মন্তব্য করেছেন দলটির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু।
আজ শনিবার (৩০ সেপ্টেম্বর) দুপুরে ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমান উল্লাহ আমানের ওপর মামলা ও তার সাজার প্রতিবাদে ঢাকা রিপোর্টাস ইউনিটি (ডিআরইউ) মিলনায়তনে এক আলোচনা সভায় তিনি এ কথা বলেন। নব্বইয়ের ডাকসু ও সর্বদলীয় ছাত্র ঐক্য এবং ছাত্রদলের সাবেক নেতারা এ সভার আয়োজন করেন।
বাংলাদেশে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা করতে না পারলে আগামীতে বিএনপির অস্তিত্ব থাকবে কি না তা নিয়ে সন্দেহ প্রকাশ করেন এ বিএনপি নেতা। তিনি বলেন, গণতন্ত্র পুনরুদ্ধারের এই আন্দোলনে যুবকদের এগিয়ে আসতে হবে। প্রথম বিজয় নব্বইয়ে করেছেন। দ্বিতীয় বিজয় অক্টেবরে করতে হবে। রাজপথ ছাড়া বেগম খালেদা জিয়ার মুক্তির কোনো রাস্তা নেই। আমানউল্লাহ আমান জেলে আছেন। গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য যারা সক্রিয় তাদের টার্গেট করা হয়েছে ৷ সেজন্য আমানকে জেলে নেওয়া হয়েছে। আমরা কে কখন জেলখানায় যাই ঠিক নেই। কার কখন বিচার হয় ঠিক নেই। তবে একটা বিষয় ঠিক আছে, শেখ হাসিনা আর ক্ষমতায় থাকছেন না। শেখ হাসিনা তার ছেলের সম্পদ রক্ষা করতে পারছেন না।
আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের বক্তব্য প্রসঙ্গে দুদু বলেন, এতদিন তিনি বলেছেন শেখ হাসিনার অধীনে নির্বাচন হবে। এখন বলছেন শেখ হাসিনাকে বাদ দিয়ে নির্বাচন হবে না। আমি হাসবো না কাঁদবো। এখন বাদ দেওয়ার প্রশ্ন আসছে কেন? সরকার ভয়ে আছে। তাদের বিদায়ঘণ্টা বেজে গেছে। আলোচনা সভায় বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতারা বক্তব্য রাখেন।