রাজধানীর এলিফ্যান্ট রোডের ভবনে আগুন, নিয়ন্ত্রণে ৯ ইউনিট
রাজধানীর এলিফ্যান্ট রোডের শেলটেক সিয়েরা কম্পিউটার সিটি মার্কেটে পাঁচতলায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আজ সোমবার (২৭ মার্চ) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
প্রথম নিউজ,ঢাকা:রাজধানীর এলিফ্যান্ট রোডের শেলটেক সিয়েরা কম্পিউটার সিটি মার্কেটে পাঁচতলায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আজ সোমবার (২৭ মার্চ) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
বিষয়টি নিশ্চিত করে ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার খালেদা ইয়াসমিন এনটিভি অনলাইনকে জানান, আমরা সন্ধ্যা সাড়ে ৭টার দিকে আগুন লাগার খবর পাই। মাত্র পাঁচ মিনিটের মধ্যে ৭টা ৩৫ মিনিটে ফায়ার সার্ভিসের প্রথম ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। পরবর্তীতে ফায়ার সার্ভিসের আরও আটটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে।
খালেদা ইয়াসমিন আরও বলেন, তবে কীভাবে আগুন লেগেছে তা এখনও জানা যায়নি। এমনকি ক্ষয়ক্ষতি ও হতাহতের খবর পাওয়া যায়নি।