রাজধানীতে পৃথক অভিযানে ৪ পলাতক আসামি গ্রেপ্তার

রোববার (৪ জুন) র‌্যাব-৩ এর অধিনায়ক লে. কর্নেল আরিফ মহিউদ্দিন আহমেদ এ তথ্য নিশ্চিত করেছেন

রাজধানীতে পৃথক অভিযানে ৪ পলাতক আসামি গ্রেপ্তার

প্রথম নিউজ, ঢাকা : পৃথক অভিযানে রাজধানীর উত্তরা এবং কাফরুল এলাকা থেকে প্রতারণা মামলায় বিভিন্ন মেয়াদে সাজাপ্রাপ্ত ৪ জন পলাতক আসামিকে গ্রেপ্তার করেছে র‌্যাব-৩। গ্রেপ্তারকৃতরা হলেন- মো.ফজলু মিয়া (৪৫), হেলাল মিয়া (৩২), মো.আকতার (৪০) ও মির্জা মোহাম্মদ জিকু (৪৬)।

রোববার (৪ জুন) র‌্যাব-৩ এর অধিনায়ক লে. কর্নেল আরিফ মহিউদ্দিন আহমেদ এ তথ্য নিশ্চিত করেছেন।


লে. কর্নেল আরিফ মহিউদ্দিন আহমেদ বলেন, শনিবার (৩ জুন) রাজধানীর উত্তরা এবং কাফরুল এলাকা থেকে প্রতারণা মামলায় বিভিন্ন মেয়াদে সাজাপ্রাপ্ত পলাতক চার আসামিকে গ্রেপ্তার করা হয়েছে।

তিনি বলেন, গ্রেপ্তারকৃতরা প্রাথমিক জিজ্ঞাসাবাদে তাদের অপরাধের বিষয়টি স্বীকার করেছে। তাদের সকলের নামে বিভিন্ন থানায় প্রতারণা মামলা রয়েছে। মামলার দীর্ঘ বিচারিক প্রক্রিয়া শেষে আদালত তাদের বিরুদ্ধে বিভিন্ন মেয়াদে সাজা প্রদানের রায় ঘোষণা করেন। তাদের নামে মামলা রুজু হওয়ার পর থেকেই তারা রাজধানীর বিভিন্ন এলাকায় স্থান পরিবর্তন করে পলাতক জীবনযাপন করে আসছে।

গ্রেপ্তারদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলেও জানান তিনি।