রাজধানীতে অস্ত্রসহ ডাকাতির জন্য বের হয়ে গ্রেপ্তার ৫

রাজধানীতে অস্ত্রসহ ডাকাতির জন্য বের হয়ে গ্রেপ্তার ৫

প্রথম নিউজ, ঢাকা : রাজধানীর হাজারীবাগে ডাকাতির প্রস্তুতিকালে পাঁচজনকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) গোয়েন্দা-রমনা বিভাগ। এসময় তাদের কাছ থেকে ১টি ছুরি, ১টি লোহার প্লাস ও ১টি চাকু জব্দ করা হয়।

সোমবার (১০ জুলাই) রাতে হাজারীবাগ থানার সাদেক ফিলিং স্টেশনের সামনে অভিযান চালিয়ে তাদেরকে গ্রেপ্তার করে গোয়েন্দা-রমনা বিভাগের অবৈধ অস্ত্র উদ্ধার ও মাদক নিয়ন্ত্রণ টিম।


গ্রেপ্তারকৃতরা হলেন- মো.আরিফ হাওলাদার ওরফে তারেক ওরফে মামুন, মো.লিমন, মো.ফয়সাল মুন্সী, মো.আলি মিয়া ও মো.নবী হোসেন।

মঙ্গলবার (১১ জুলাই) গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন ডিবি রমনা বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার নাজিয়া ইসলাম।

এ পুলিশ কর্মকর্তা জানান, সোমবার রাতে কয়েকজন লোক হাজারীবাগ থানার সাদেক ফিলিং স্টেশনের সামনে অস্ত্রসহ ডাকাতি করার উদ্দেশ্যে অবস্থান করছে এমন তথ্য পাওয়া যায়। এই তথ্যের ভিত্তিতে সেখানে অভিযান পরিচালনা করা হয়। অভিযানের সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর সময় মো.আরিফ হাওলাদার, লিমন, ফয়সাল মুন্সী, আলি মিয়া ও নবী হোসেনকে গ্রেপ্তার করা হয়।

তিনি আরও জানান, গ্রেপ্তাররা প্রত্যেকেই ডাকাত দলের সদস্য। গ্রেপ্তার লিমন ও ফয়সাল মুন্সীর বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে।

হাজারীবাগ থানায় রুজুকৃত মামলায় গ্রেপ্তারদের আদালতে পাঠানো হয়েছে বলেও জানান ডিবির এ কর্মকর্তা।