যুদ্ধবিরতি হলেও সিন্ধু পানিচুক্তি এখনও স্থগিত

যুদ্ধবিরতি হলেও সিন্ধু পানিচুক্তি এখনও স্থগিত

প্রথম নিউজ, অনলাইন: টানা কয়েক দিনের পাল্টাপাল্টি সংঘর্ষের পর গতকাল শনিবার (১০ মে) ভারত ও পাকিস্তানের মাঝে যুদ্ধবিরতি হয়েছে। তবে গুরুত্বপূর্ণ সিন্ধু পানিচুক্তি এখনও স্থগিত রয়েছে বলে রয়টার্সকে জানিয়েছে উভয় দেশের সরকারি সূত্র।

১৯৬০ সালে বিশ্বব্যাংকের মধ্যস্থতায় স্বাক্ষরিত সিন্ধু পানিচুক্তি অনুযায়ী, সিন্ধু নদী ও এর উপনদীগুলোর পানি দুই দেশের মধ্যে ভাগ করে নেওয়া হয়। পাকিস্তানের প্রায় ৮০ শতাংশ কৃষিজমি এই পানির উপর নির্ভরশীল।
চলতি বছরের গত মাসে কাশ্মীরে হিন্দু পর্যটকদের ওপর প্রাণঘাতী হামলার পর ভারত এই চুক্তি থেকে সরে দাঁড়ায়। ভারত দাবি করে, হামলাটি পাকিস্তান-সমর্থিত। যদিও ইসলামাবাদ এই অভিযোগ অস্বীকার করেছে। পাকিস্তান জানিয়েছে, চুক্তি স্থগিতের বিরুদ্ধে তারা আন্তর্জাতিক আইনি ব্যবস্থা নিতে প্রস্তুত।

পাকিস্তানের পানি মন্ত্রণালয়ের এক কর্মকর্তা বলেন, ‘সিন্ধু পানিচুক্তি যুদ্ধবিরতির আলোচনার অংশ ছিল না।’ ভারতের এক সরকারি সূত্রও রয়টার্সকে জানিয়েছে, ‘চুক্তি নিয়ে আমাদের অবস্থানে কোনো পরিবর্তন নেই।’ এ বিষয়ে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় এবং পাকিস্তানের পানি ও তথ্য মন্ত্রণালয়ের পক্ষ থেকে এখনো কোনো মন্তব্য পাওয়া যায়নি।

কাশ্মীর হামলার পর দুই দেশের মধ্যে একাধিক পদক্ষেপ নেওয়া হয়— সীমান্ত বন্ধ, বাণিজ্য স্থগিত ও প্রায় সব ধরনের ভিসা ইস্যু বন্ধ রাখা হয়।
ভারত সরকারের দুইটি সূত্র রয়টার্সকে জানিয়েছে, যুদ্ধবিরতি সত্ত্বেও এসব পদক্ষেপ বহাল থাকবে।

উল্লেখ্য, বুধবার (৭ মে) ভারত দাবি করে, তারা পাকিস্তানের অভ্যন্তরে একাধিক ‘সন্ত্রাসী ঘাঁটি’ লক্ষ্য করে হামলা চালিয়েছে। এরপর থেকে প্রতিদিন সীমান্তে গোলাগুলি চলছিল। শেষ পর্যন্ত শনিবার (১০ মে) সন্ধ্যায় উভয় দেশ একটি সমঝোতায় পৌঁছায়। পাকিস্তান এটিকে ‘যুদ্ধবিরতি চুক্তি’ বলেছে।
আর ভারত এটিকে ‘সমস্ত গুলি ও সামরিক কর্মকাণ্ড বন্ধে সম্মতি’ হিসেবে উল্লেখ করেছে।