যাত্রাবাড়ীতে লেগুনার ধাক্কায় অটোরিকশা চালক নিহত
প্রথম নিউজ, ঢাকা : রাজধানীর যাত্রাবাড়ির কাজলার পাড় লাল মসজিদ এলাকায় লেগুনার ধাক্কায় মমিন (৩২) নামে এক অটোরিকশা চালক নিহত হয়েছেন।
সোমবার (২৫ মার্চ) সকালের দিকে এই দুর্ঘটনা ঘটে।
নিহতের খালাতো ভাই মো. শহিদুল ইসলাম জানান, মমিন পেশায় ব্যাটারি চালিত অটোরিকশা চালক ছিলেন। সকালের দিকে কাজলারপাড় লাল মসজিদ এলাকায় রাস্তা পারাপারের সময় লেগুনের ধাক্কায় গুরুতর আহত হন। পরে খবর পেয়ে তাকে উদ্ধার করে প্রথমে স্থানীয় হাসপাতাল নেওয়া হয়। অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেলে নিয়ে যাওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
তিনি আরও জানান, মমিনের গ্রামের বাড়ি গাইবান্ধা সদর উপজেলায়। তার বাবার নাম আজিজুল ইসলাম। বর্তমানে,যাত্রাবাড়ীর মাতুয়াইল এলাকায় থাকতেন। তার এক ছেলে রয়েছে।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. বাচ্চু মিয়া মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান মরদেহ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানাকে জানানো হয়েছে।