মায়ের পিছু নিয়ে হাঁটতে হাঁটতে পুকুরে পড়ে প্রাণ গেলো শিশুর
প্রথম নিউজ, দিনাজপুর : দিনাজপুরের বিরামপুরে পুকুরের পানিতে ডুবে মোজাহিদ মিয়া (৩) নামের এক শিশুর মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার (৩ আগস্ট) সকালে উপজেলার দিওড় ইউনিয়নের শৌলাহার গ্রামে এ দুর্ঘটনা ঘটে।
শিশু মোজাহিদ মিয়া ওই গ্রামের মোশারফ হোসেনের ছেলে।
স্থানীয় দিওড় ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের মেম্বার আমিনুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।
পরিবারের বরাত দিয়ে আমিনুল ইসলাম জানান, সকালে বাড়ি থেকে মাঠে কাজ করতে যান শিশু মোজাহিদের বাবা মোশারফ হোসেন। এসময় শিশুটিকে ভাত খেতে দিয়ে বাড়ির পাশে পুকুর পাড়ে প্রকৃতির ডাকে সাড়া দিতে যান মা। এর কিছুক্ষণ পর শিশু মোজাহিদ মিয়া মায়ের পিছু নিয়ে যাওয়ার সময় পুকুরে পড়ে যায়। তাৎক্ষণিকভাবে উদ্ধার করে বিরামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
বিরামপুর থানার উপ-পরিদর্শক (এসআই) শাহিন শেখ বলেন, পানিতে ডুবে শিশু মৃত্যুর ঘটনায় থানায় অপমৃত্যু মামলা হয়েছে। পরিবারের কোনো অভিযোগ না থাকায় মরদেহ হস্তান্তর করা হয়েছে।