ময়মনসিংহে ফের ট্রেনের বগি লাইনচ্যুত
এতে ময়মনসিংহ-ভৈরব, ময়মনসিংহ-গৌরীপুর, ময়মনসিংহ-মোহনগঞ্জ-জারিয়াগামি ট্রেন চলাচল বন্ধ রয়েছে।

প্রথম নিউজ,ময়মনসিংহ: ময়মনসিংহ রেলওয়ে জংশন স্টেশন থেকে চট্টগ্রামগগামী ময়মনসিংহ এক্সপ্রেস ট্রেনের একটি বগি ফের লাইনচ্যুত হয়ে পড়েছে। এতে ময়মনসিংহ-ভৈরব, ময়মনসিংহ-গৌরীপুর, ময়মনসিংহ-মোহনগঞ্জ-জারিয়াগামি ট্রেন চলাচল বন্ধ রয়েছে। আজ সোমবার সকাল সাড়ে ৭টার দিকে নগরীর বলাশপুর এলাকায় বগিটি লাইনচ্যুত হয়। এ নিয়ে কয়েক মাসে চতুর্থবারের মতো বগিটি লাইনচ্যুত হলো। লোকোসেডের ইনচার্জ মো. আবদুর রহিম জানিয়েছেন, বগি লাইন চ্যুত হওয়ার খবর পাওয়ার পর লোকোসেডের কর্মীরা ঘটনাস্থলে গেছেন। তারা কাজ শুরু করেছেন। এর আগে গত ১৮ সেপ্টেম্বর এবং ১১ ও ১৭ ডিসেম্বর ট্রেনটির একই বগি নগরীর বলাশপুর এলাকায় লাইনচ্যুত হয়েছিল।
ময়মনসিংহের রেলওয়ের সহকারী নির্বাহী প্রকৌশলী নারায়ণ প্রসাদ সরকার বলেন, এক বছরে চারবার একই ট্রেনের একই বগি লাইনচ্যুত হলো। এতে স্পষ্ট হয়েছে সমস্যা বগিরই। এর আগে দুটি তদন্তে লাইনের ত্রুটির কথা বলা হলে তারা লাইন ঠিক করেন। রেলওয়ে ট্রাফিক পরিদর্শক (টিআই) মো. শাহীনুল ইসলাম বলেন, আগের স্থানেই ৭টা ৩৫ মিনিটের দিকে বগির দুটি চাকা লাইনচ্যুত হয়। ট্রেনটি গত ১৭ ডিসেম্বর লাইনচ্যুত হওয়ার পর মেরামতের জন্য কারখানায় বুকিং দেওয়া হয়। মূলত ট্রেনটির বগির ট্রলির সমস্যা। সে কারণে এটি মেরামতের জন্য পাঠানো হচ্ছিল চট্টগ্রামের পাহাড়তলিতে।
তবে সেখানে যাওয়ার পথে এটি আবারও লাইনচ্যুত হয়েছে।
Download করুন আমাদের App এবং Subscribe করুন আমাদের YouTube Channel:
https://apps.apple.com/de/app/prothomnews/id1588984606?l=en
https://play.google.com/store/apps/details?id=com.prothomnews