মেয়ে মালতীর জন্য তিন দেহরক্ষী রাখলেন প্রিয়ঙ্কা চোপড়া
এই মুহূর্তে মেয়ের সঙ্গে সময় কাটাতে ব্যস্ত। মেয়ের সঙ্গে কাটানোর সেই সময়ই ভাগ করে নিলেন নায়িকা।
প্রথম নিউজ, ডেস্ক: সারা সপ্তাহ কেটে যায় ব্যস্ততায়। কখনও এই দেশ তো কখনও ঐ দেশ। প্রিয়ঙ্কা চোপড়া বিশ্বের অন্যতম ব্যস্ত অভিনেত্রী। কিন্তু দিনের শেষে তিনিও তো মা৷ সন্তানের সঙ্গে সময় কাটাতে কার না ভাল লাগে৷ প্রিয়ঙ্কার ক্ষেত্রেও তার অন্যথা হল না৷ রবিবার ছুটির দিন। ছুটির দিন মানেই পরিবারের মানুষের সঙ্গে সময় কাটাতে কার না ভাল লাগে। মেয়ের ছবি ভাগ করে নিলেন অনুরাগীদের সঙ্গে। সঙ্গে ভাগ করলেন মেয়ের তিন দেহরক্ষীর ছবি। শুধুই কি সেলেব মা বাবার দেহরক্ষী থাকবে? তাও কি কখনও হয়। ছোট্ট মালতীরও রয়েছে তেমনই দেহরক্ষী৷ তারা হল প্রিয়ঙ্কার তিন পোষ্য। ডায়ানা, জিনো, পান্ডা৷ এই মুহূর্তে নায়িকার ঝুলিতে একগুচ্ছ ছবি। আপাতত শ্যুটিং শুরুর অপেক্ষা৷
Download করুন আমাদের App এবং Subscribe করুন আমাদের YouTube Channel:
https://apps.apple.com/de/app/prothomnews/id1588984606?l=en
https://play.google.com/store/apps/details?id=com.prothomnews