মোহাম্মদপুরে নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের অভিযান
আজ বৃহস্পতিবার (১৭ নভেম্বর) সকালে এ অভিযান চালানো হয়।
প্রথম নিউজ, ঢাকা: নিরাপদ খাদ্য নিশ্চিতের লক্ষ্যে মোহাম্মদপুরের টাউন হল বাজারে অভিযান চালিয়েছে বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ।
আজ বৃহস্পতিবার (১৭ নভেম্বর) সকালে এ অভিযান চালানো হয়।
বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের খাদ্যের বিশুদ্ধতা পরিবীক্ষণ ও বিচারিক কার্যক্রম বিভাগের পরিচালক ড. সহদেব চন্দ্রসাহার নেতৃত্বে ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, ফুড প্ল্যানিং এন্ড মনিটরিং ইউনিট (এফপিএমইউ), জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ, প্রাণিসম্পদ অধিদপ্তর, মৎস্য অধিদপ্তর, ঢাকা উত্তর সিটি কর্পোরেশন, ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন ও কৃষি বিপণন অধিদপ্তরের প্রতিনিধিদের সমন্বয়ে অভিযানটি পরিচালিত হচ্ছে।
অভিযানে মাছ, সবজি, নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের গুনগত মান পরীক্ষা করা হয়। নিষিদ্ধ বাঘাইর মাছ বাজেয়াপ্ত করার নির্দেশনা দেওয়া হয়।
Download করুন আমাদের App এবং Subscribe করুন আমাদের YouTube Channel:
https://apps.apple.com/de/app/prothomnews/id1588984606?l=en
https://play.google.com/store/apps/details?id=com.prothomnews