মহাখালীতে নির্মাণাধীন উড়াল সড়ক থেকে রড পড়ে শিশুর মৃত্যু

রাজধানীর মহাখালীতে নির্মাণাধীন উড়াল সড়কে কাজ করার সময় ওপর থেকে রড নিচে পড়ে অজ্ঞাত (১২) এক শিশু নিহত হয়েছেন।

মহাখালীতে নির্মাণাধীন উড়াল সড়ক থেকে রড পড়ে শিশুর মৃত্যু

প্রথম নিউজ, ঢাকা: রাজধানীর মহাখালীতে নির্মাণাধীন উড়াল সড়কে কাজ করার সময় ওপর থেকে রড নিচে পড়ে অজ্ঞাত (১২) এক শিশু নিহত হয়েছেন। আজ সকাল ১০টার দিকে এই ঘটনাটি ঘটে। গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে পৌনে ১২টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে জরুরি বিভাগে নিয়ে এলে চিকিৎসাধীন অবস্থায় পৌনে একটার দিকে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

নিহতকে নিয়ে আসা মো. ইমন জানান, মহাখালী ব্রিটিশ টোব্যাকোর পাশে উড়াল সড়কে কাজ করার সময় হঠাৎ একটি রড নিচে পড়ে যায়। ওই সময় নিচ দিয়ে যাওয়ার সময় শিশুর মাথার উপরে রডটি গেঁথে যায়। পরে তাকে উদ্ধার করে প্রথমে স্থানীয় একটি ক্লিনিক, পরে অবস্থার অবনতি হলে দ্রুত ঢাকা মেডিকেল নিয়ে এলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শন মোঃ বাচ্চু মিয়া মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানাকে অবগত করা হয়েছে। তিনি আরো জানান, নিহত শিশুর নাম পরিচয় এখনো জানা যায়নি। বিস্তারিত জানার চেষ্টা চলছে।