বাড্ডায় বিস্ফোরণ: বাবা-মায়ের পর চলে গেলো ছেলেও

২৩ মার্চ ভোরে বাড্ডার বেরাইদ এলাকায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে শিশুসহ একই পরিবারের চারজন দগ্ধ হন।

বাড্ডায় বিস্ফোরণ: বাবা-মায়ের পর চলে গেলো ছেলেও
ফাইল ফটো

প্রথম নিউজ, ঢাকা: রাজধানীর বাড্ডায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে মা-বাবার পর এবার চলে গেলো ছেলে। আজ  মঙ্গলবার (২৯ মার্চ) সকাল সাড়ে আটটার দিকে শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে তার মৃত্যু হয়। ছেলের নাম মো. সাফিয়ান (৮)। এর আগে তার বাবা সাহিদ হাসান ও মা রেখা আক্তারের মৃত্যু হয়। এ ঘটনায় মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়ালো তিনজনে।

২৩ মার্চ ভোরে বাড্ডার বেরাইদ এলাকায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে শিশুসহ একই পরিবারের চারজন দগ্ধ হন। দগ্ধ অবস্থায় তাদের শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে নিয়ে আসা হয়। এর মধ্যে সাহিদের শরীরের ৯৫ শতাংশ ও রেখা আক্তারের ৩০ শতাংশ পুড়ে গিয়েছিল। এছাড়া সাফিয়ানের ২৫ শতাংশ দগ্ধ হয়েছিল। আর মেয়ে সাফার দগ্ধ হয়েছে ১১ শতাংশ। সে এখনো চিকিৎসাধীন আছে। 

শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক সার্জন ডা. এস এম আইউব হোসেন জানান, নিবিড় পরিচর্যাকেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন অবস্থায় সকাল সাড়ে আটটার দিকে মারা যায় সাফিয়ান। তার শরীরের ২৫ শতাংশ দগ্ধ ছিল। এ ঘটনায় তার বোন সাফা এখনো চিকিৎসাধীন। তার শরীরে ১১ শতাংশ দগ্ধ হয়েছে।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য ঢামেক মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানাকে অবগত করা হয়েছে।

Download করুন আমাদের App এবং Subscribe করুন আমাদের YouTube Channel:

news.google.com

https://apps.apple.com/de/app/prothomnews/id1588984606?l=en

https://play.google.com/store/apps/details?id=com.prothomnews

https://youtube.com/prothom