মেসির সাবেক কোচের চোখে বিশ্বসেরা এমবাপ্পে
প্রথম নিউজ, খেলা ডেস্ক: ‘আমি সবসময় বলেছি, আমার দেখা ফুটবলারদের মধ্যে এমনকি ইতিহাসের সেরা ফুটবলার মেসি’- ২০১৫ সালে বার্সেলোনার কোচ থাকাকালে কথাগুলো বলেছিলেন লুইস এনরিকে। কালের পরিক্রমায় মেসি এখন যুক্তরাষ্ট্রের দল ইন্টার মায়ামিতে। আর এনরিকে পিএসজির ডাগআউটে। লম্বা সময় পরও মেসির ছন্দময় খেলায় আসেনি কোনো পরিবর্তন। তবে সেরা বাছাইয়ে এনরিকের পছন্দে এসেছে বদল। এখন এই স্প্যানিশ কোচের চোখে বিশ্বের সেরা ফুটবলার পিএসজির ফরাসি ফরোয়ার্ড কিলিয়ান এমবাপ্পে।
গত ৫ই জুলাই পিএসজির প্রধান কোচের দায়িত্ব নেন লুইস এনরিকে। স্প্যানিশ কোচের অধীনে ইতোমধ্যে চ্যাম্পিয়নস লীগে নিজেদের প্রথম জয় তুলে নিয়েছে লা প্যারিসিয়ানরা। মঙ্গলবার রাতে পার্ক দেস প্রিন্সেসে ‘এফ’ গ্রুপে নিজেদের প্রথম ম্যাচে বরুশিয়া ডর্টমুন্ডকে ২-০ গোলে হারায় পিএসজি। দলের জয়ে একটি গোল করেন এমবাপ্পে। শিষ্যের নৈপুণ্য ছড়ানো পারফরম্যান্সের প্রশংসা করতে গিয়ে ফরাসি ফরোয়ার্ডকে বিশ্বের সেরা ফুটবলার দাবি করেন পিএসজি কোচ লুইস এনরিকে।
ম্যাচ শেষে তিনি বলেন, ‘আমার চোখে, বিশ্বের সেরা ফুটবলার কিলিয়ান (এমবাপ্পে)। খেলোয়াড়ি দক্ষতা বাদেও মানুষ হিসেবে অনন্য সে। তাকে ড্রেসিংরুমে দেখা দারুণ ব্যাপার। সে এমন একজন নেতা (পিএসজির অধিনায়ক), যে ঠোঁটের কোণে সবসময় হাসি ধরে রাখে।’
ঘরের মাঠে ম্যাচের ৪৯তম মিনিটে সফল স্পটকিকে পিএসজিকে এগিয়ে নেন কিলিয়ান এমবাপ্পে। এই গোলে ফরাসি লেজেন্ড থিয়েরি অঁরিকে স্পর্শ করেন তিনি। চ্যাম্পিয়নস লীগে ফ্রান্সের দুই ফুটবলারের গোল এখন ৩৫টি। ফরাসি হিসেবে অঁরি-এমবাপ্পের চেয়ে বেশি গোল শুধু করিম বেনজেমার। রিয়াল মাদ্রিদের হয়ে ৭৮ গোল করেছেন মৌসুমের শুরুতে সৌদি প্রো লীগের দল আল ইত্তিহাদে যোগ দেয়া এই ফরোয়ার্ড। ডর্টমুন্ডের বিপক্ষে ৫৮তম মিনিটে ২-০ গোলের জয় নিশ্চিত করেন পিএসজির মরোক্কান ডিফেন্ডার আশরাফ হাকিমি।
‘এফ’ গ্রুপে রাতের অন্য ম্যাচে গোল শূন্য ড্র করেছে এসি মিলান এবং নিউক্যাসল ইউনাইটেড। ৩ পয়েন্ট নিয়ে গ্রুপ টেবিলের শীর্ষে পিএসজি। ১ পয়েন্ট নিয়ে দুইয়ে নিউক্যাসল। সমান পয়েন্টে তিনে এসি মিলান। আর পিএসজির কাছে হেরে তলানিতে বরুশিয়া ডর্টমুন্ড।