মাশরাফির রেকর্ড ভেঙে দ্রুততম সেঞ্চুরি হাবিবুরের
প্রথম নিউজ, স্পোর্টস ডেস্ক: ঘরোয়া লিস্ট ‘এ’ ক্রিকেটে বাংলাদেশি ব্যাটারদের মধ্যে দ্রুততম সেঞ্চুরির রেকর্ড গড়লেন হাবিবুর রহমান। বিসিএল ওয়ানডেতে উত্তরাঞ্চলের হয়ে খেলা এই ব্যাটার আজ (বৃহস্পতিবার) ৪৯ বলে করেছেন সেঞ্চুরি।
শেখ কামাল আন্তর্জাতিক স্টেডিয়ামে টসে হেরে আগে ব্যাটিংয়ে নেমে ২০১ রানে অলআউট হয় মধ্যাঞ্চল। লক্ষ্য তাড়া করতে নেমে মাত্র ৪৯ বলে তিন অংকের ম্যাজিক ফিগার স্পর্শ করেন হাবিবুর। বিধ্বংসী সেঞ্চুরি তুলে নেওয়ার পথে ৭ চার ও ৮ ছক্কা হাঁকান এই ব্যাটার।
এর আগে লিস্ট ‘এ’ ক্রিকেটে বাংলাদেশিদের মধ্যে দ্রুততম সেঞ্চুরির রেকর্ড ছিল মাশরাফি বিন মর্তুজার। ২০১৬ সালে নারায়ণগঞ্জের ফতুল্লায় কলাবাগান ক্রীড়া চক্রের হয়ে শেখ জামাল ধানমন্ডি ক্লাবের বিপক্ষে ৫০ বলে সেঞ্চুরি করেছিলেন মাশরাফি।