মির্জাপুরে নাশকতাচেষ্টার অভিযোগে পুলিশের মামলা, বিএনপির ছয় সমর্থক গ্রেপ্তার

মির্জাপুরে নাশকতাচেষ্টার অভিযোগে পুলিশের মামলা, বিএনপির ছয় সমর্থক গ্রেপ্তার
মির্জাপুরে নাশকতাচেষ্টার অভিযোগে পুলিশের মামলা, বিএনপির ছয় সমর্থক গ্রেপ্তার

প্রথম নিউজ, টাঙ্গাইল টাঙ্গাইলের মির্জাপুরে ককটেল বিস্ফোরণ করে নাশকতাচেষ্টার অভিযোগে মামলা হয়েছে। মির্জাপুর থানার উপপরিদর্শক (এসআই) মজিবর রহমান বাদী হয়ে এ মামলা করেছেন। মামলায় ১১ জনের নাম উল্লেখ এবং ৩০ জনকে অজ্ঞাতনামা আসামি করা হয়েছে। এ মামলায় ছয়জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তার ব্যক্তিরা হলেন উপজেলার হাট ফতেপুর গ্রামের রাসেল (২৭) ও শওকত হোসেন (৪৫), আদাবড়ি গ্রামের রুবেল হোসেন (৪১), পাথরঘাটা গ্রামের আলী হোসেন (৪০), আনাইতারা গ্রামের আবু বক্কর সিদ্দিকী (৫০) ও জামুর্কী উত্তর পাড়ার খোরশেদ আলম (৫০)। গ্রেপ্তার ব্যক্তিরা বিএনপির সমর্থক বলে দাবি করেছেন উপজেলা বিএনপির সভাপতি আবুল কালাম আজাদ। তিনি বলেন, পুলিশ গায়েবি মামলা দিয়ে বিএনপির নেতা-কর্মী ও সমর্থকদের মধ্যে ভীতি সৃষ্টির চেষ্টা করছে।

এসআই মজিবর রহমান বলেন, গতকাল শুক্রবার গভীর রাতে কয়েক ব্যক্তি উপজেলার জামুর্কী ইউনিয়নের জামুর্কী গ্রামের অবসর নন্দিনী পার্ক এলাকায় জড়ো হন। এ সময় তাঁরা ককটেল বিস্ফোরণের মাধ্যমে নাশকতার পরিকল্পনা করছিলেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে তাঁদের গ্রেপ্তার করে। মামলার তদন্ত কর্মকর্তা এসআই আবুল বাশার মোল্লা বলেন, গতকাল দিবাগত রাতে নাশকতাচেষ্টার অভিযোগে থানায় মামলা হয়েছে। এই মামলায় গ্রেপ্তার ব্যক্তিদের জিজ্ঞাসাবাদের জন্য সাত দিনের রিমান্ডের আবেদন করে টাঙ্গাইলের আদালতে পাঠানো হয়েছে। তবে আদালত এক দিন করে রিমান্ড মঞ্জুর করেছেন।

প্রসঙ্গত, এর আগে গত ২২ নভেম্বর বিএনপি নেতা-কর্মীদের বিরুদ্ধে করা নাশকতাচেষ্টার মামলায় আরও সাতজন গ্রেপ্তার হন। তাঁরা টাঙ্গাইলের কারাগারে আছেন।

Download করুন আমাদের App এবং Subscribe করুন আমাদের YouTube Channel:

news.google.com

https://apps.apple.com/de/app/prothomnews/id1588984606?l=en

https://play.google.com/store/apps/details?id=com.prothomnews

https://youtube.com/prothom