মামলা নিবন্ধনের নির্দেশনা সুপ্রিম কোর্টের ২৪ ঘন্টার মধ্যে
প্রথম নিউজ, আন্তর্জাতিক ডেস্ক: এবার পাকিস্তানের রাজনীতিতে নির্দেশনা দিতে হলো সুপ্রিম কোর্টকে। সোমবার প্রধান বিচারপতি উমর আতা বান্দিয়ালের নেতৃত্বে ৫ বিচারকের বেঞ্চে ইমরান খানের ওপর হামলার মামলা নিবন্ধন নিয়ে আবেদনের শুনানি শুরু হয়। এ সময় সুপ্রিম কোর্ট ২৪ ঘন্টার মধ্যে মামলা নিবন্ধিত করার নির্দেশনা দিয়েছে। যদি তা না হয়, তাহলে সুয়োমটো নোটিশ ইস্যুর সতর্কতা দিয়েছে সুপ্রিম কোর্ট। ৩রা নভেম্বর লংমার্চ কালে ইমরান খানকে গুলি করা হয়। এ জন্য তিনি প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ, স্বরাষ্ট্রমন্ত্রী রানা সানাউল্লাহ এবং সামরিক গোয়েন্দা সংস্থা ইন্টার সার্ভিসেস ইন্টেলিজেন্স এজেন্সি (আইএসআই) এর মেজর জেনারেল ফয়সলের নাম উল্লেখ করে থানায় মামলা করেন। কিন্তু সেনা কর্মকর্তার নাম যুক্ত থাকায় মামলা গ্রহণে গড়িমসি করা হয়। এর আগে ২৫ শে মে লংমার্চ করেছিলেন ইমরান। তখন সেই ‘আজাদি মার্চ’ সুপ্রিম কোর্ট নির্দেশিত নির্দেশ লঙ্ঘন করেছিল বলে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের আবেদনের শুনানিতে ইমরানের দায়ের করা মামলার প্রসঙ্গ আসে। প্রধান বিচারপতির নেতৃত্বে এতে আরও ছিলেন বিচারপতি ইজাজুল আহসান, মুনিব আকতার, ইয়াহিয়া আফ্রিদি এবং মাহহার আকবর নাকভি।
এ সময় ভিডিও লিঙ্কের মাধ্যমে লাহোর রেজিস্ট্রিতে যুক্ত ছিলেন পাঞ্জাব পুলিশের আইজি। প্রধান বিচারপতি তার কাছে জানতে চান, কেন এফআইআর নিবন্ধিত হয়নি। তিনি জানতে চান, কখন নিবন্ধিত হবে আমাদেরকে বলুন। এফআইআর নিবন্ধিত না হওয়ার জন্য একটি দৃঢ় কারণ থাকা উচিত। প্রধান বিচারপতি পর্যবেক্ষণ করেন যে, হামলার পর ৯০ ঘন্টা পেরিয়ে গেছে। তবু এফআইআর নিবন্ধিত হয়নি। তিনি জানতে চান, এফআইআর ছাড়া কিভাবে এ ঘটনার তদন্ত করবেন? তিনি আরও বলেন, এফআআির ছাড়া এ ঘটনার তথ্যপ্রমাণও পাল্টে ফেলা হতে পারে।
Download করুন আমাদের App এবং Subscribe করুন আমাদের YouTube Channel:
https://apps.apple.com/de/app/prothomnews/id1588984606?l=en
https://play.google.com/store/apps/details?id=com.prothomnews