২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও ৭ জনের মৃত্যু

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও ৭ জনের মৃত্যু
২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও ৭ জনের মৃত্যু

প্রথম নিউজ, ঢাকা: ডেঙ্গুতে মৃত্যুর মিছিল প্রতিদিনই দীর্ঘ হচ্ছে। গত ২৪ ঘণ্টায় আরও সাত জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে এবছর এখন পর্যন্ত ১৭৭ জনের মৃত্যু হলো। এরমধ্যে ১০৯ জন ঢাকা মহানগরীতে এবং ঢাকার বাইরে ৬৮ জন মারা গেছেন। গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত ৮৭৫ রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। এ নিয়ে সারা দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৩ হাজার ২৭০ জনে। চলতি বছরে ৪৩ হাজার ৯৮২ ডেঙ্গু রোগী সারা দেশে চিকিৎসা নিয়েছেন। এরমধ্যে ২৯ হাজার ২৪৮ জন রাজধানী ঢাকায় এবং ১৪ হাজার ৭৩৪ জন রোগী ঢাকার বাইরের রয়েছেন। অক্টোবরে আক্রান্ত হয়ে চিকিৎসা নিয়েছেন ২১ হাজার ৯৩২ জন এবং মারা গেছেন ৮৬ জন।

আজ সারা দেশের পরিস্থিতি নিয়ে স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের নিয়মিত ডেঙ্গু বিষয়ক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হওয়া ৮৭৫ জনের মধ্যে ঢাকার বাসিন্দা ৪৯৭ জন এবং ঢাকার বাইরে ৩৭৮ জন। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, নতুন ৮৭৫ জনসহ বর্তমানে দেশের বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে সর্বমোট ভর্তি থাকা ডেঙ্গু রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৩ হাজার ২৭০ জনে। 

Download করুন আমাদের App এবং Subscribe করুন আমাদের YouTube Channel:

news.google.com

https://apps.apple.com/de/app/prothomnews/id1588984606?l=en

https://play.google.com/store/apps/details?id=com.prothomnews

https://youtube.com/prothom