মুন্সিগঞ্জে সেপটিক ট্যাংক বিস্ফোরণে কিশোরী নিহত
মুন্সিগঞ্জে সদর উপজেলার মানিকপুর এলাকায় অন্তু আক্তারের বাড়ির নিচ তলায় এ দুর্ঘটনা ঘটে। নিহত আফরোজা আক্তার কুড়িগ্রামের নন্দ দুলাল এলাকার মো. আওয়ালের বড় মেয়ে।
প্রথম নিউজ,মুন্সিগঞ্জ: মুন্সিগঞ্জে সেপটিক ট্যাংক বিস্ফোরণে আফরোজা আক্তার (১৪) নামের এক কিশোরী নিহত হয়েছেন।
শুক্রবার (৫ জুলাই) বিকেল ৬টার দিকে সদর উপজেলার মানিকপুর এলাকায় অন্তু আক্তারের বাড়ির নিচ তলায় এ দুর্ঘটনা ঘটে। নিহত আফরোজা আক্তার কুড়িগ্রামের নন্দ দুলাল এলাকার মো. আওয়ালের বড় মেয়ে। আওয়াল মুন্সীগঞ্জে অটোচালকের কাজ করেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, ৩য় তলা ভবনের নিচ তলায় থাকেন অটোচালক আওয়াল। বিকেল ৬টার দিকে হটাৎ বিকট শব্দে সেফটিক ট্যাংক বিস্ফোরণের ঘটনা ঘটে। এসময় আশপাশের লোকজন এসে কিশোরী আফরোজা আক্তারকে মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
নিহতর বাবা মো. আওয়াল বলেন, আমি যাত্রী নিয়ে মুক্তারপুর যাচ্ছিলাম। এমন সময় দুর্ঘটনার খবর পেয়ে বাড়িতে ফিরে দেখি সেপটিক ট্যাংক বিস্ফোরণে মেয়ে মারা গেছে। পাশেই পাকের ঘরে থাকায় আমার স্ত্রী ও ছোট মেয়ে বেঁচে গেছেন।
মুন্সিগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তারিকুজ্জামান জানান, মানিকপুর ভাড়া বাড়িতে কিশোরী আফরোজা আক্তার টিভি দেখার সময় সেপটিক ট্যাংক বিস্ফোরণ হলে সে মারা যায়। তবে রুমের বাইরে থাকায় তার ছোট বোন প্রাণে বেঁচে যান। কিশোরীর মা রুমি বেগম পাকের ঘরে রান্না করছিলো। এঘটনায় কোনো অভিযোগ পাওয়া যায়নি। অভিাযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে।
Download করুন আমাদের App এবং Subscribe করুন আমাদের YouTube Channel:
https://apps.apple.com/de/app/prothomnews/id1588984606?l=en
https://play.google.com/store/apps/details?id=com.prothomnews