মনে হয় আমরা অনেকদূর যেতে পারবো: সাকিব
প্রথম নিউজ, ক্রীড়া প্রতিবেদক: ৩০ আগস্ট থেকে শুরু এশিয়া কাপ। হাতে মাত্র তিনদিন। দেশের মাটিতে বাংলাদেশ দলের আনুষ্ঠানিক প্রস্তুতিপর্ব শেষ। রোববার কলম্বোর উদ্দেশ্যে দেশ ছাড়বে টিম বাংলাদেশ। তার আগে আজ (শনিবার) শেরে বাংলার প্রেস বক্সে সংবাদ সম্মেলনে দলের লক্ষ্য ও পরিকল্পনা নিয়ে কথা বলেছেন অধিনায়ক সাকিব আল হাসান ও কোচ চন্ডিকা হাথুরুসিংহে।
সংবাদ সম্মেলনে সাকিব জানালেন, আলাদা কোনো লক্ষ্য নেই, ম্যাচ বাই ম্যাচ এগোতে চান তারা। আপাতত বিশ্বকাপ নয়, ভাবছেন শুধু এশিয়া কাপ নিয়ে। প্রস্তুতি কেমন হলো? এমন প্রশ্নে সাকিব বলেন, ‘সবার খুব ভালো প্রস্তুতি হয়েছে। এবাদতের ইনজুরি কিছুটা সেটব্যাক। কারণ সে আমাদের দলের গুরুত্বপূর্ণ বোলার। তারপরও আমার কাছে মনে হয় যে ধরনের প্রস্তুতি এবং যে স্কোয়াড হয়েছে, মনে হয় অনেকদূর যেতে পারবো। আমরা একটা একটা ম্যাচ করে এগোতে চাই।’
বাংলাদেশ এর আগে এশিয়া কাপে তিনবার ফাইনাল খেললেও শিরোপা জিততে পারেনি একবারও। গত আসরে টি-টোয়েন্টি ফরম্যাটে একটি ম্যাচও জিততে পারেনি। এবার ওয়ানডে ফরম্যাটে এশিয়া কাপ। কেমন করতে পারে দল?
সাকিব মনে করেন না, এশিয়া কাপে ভালো বা খারাপ করলেই সবকিছু শেষ হয়ে যাবে। বরাবরের মতো নির্ভার থেকে পারফর্ম করার মন্ত্র সাকিবের। টাইগার অধিনায়ক বলেন, ‘আমাদের পরিকল্পনা-প্রস্তুতি সবকিছুই এখন এশিয়া কাপ নিয়ে। আরও ছোট করে বললে আফগানিস্তান এবং শ্রীলঙ্কা ম্যাচ নিয়ে (গ্রুপপর্বে)। আমরা ম্যাচ বাই ম্যাচ এগোতে চাই।’
এশিয়া কাপে ভালো করতে পারলে সেটা বিশ্বকাপে বাড়তি আত্মবিশ্বাস দেবে কি না? সাকিবের জবাব, ‘এমন না যে এশিয়া কাপে খারাপ করলে সব আশা শেষ হয়ে যাবে বা ভালো করলে বিশ্বকাপে আমরা অনেক ভালো করে ফেলবো। তবে এশিয়া কাপটা অবশ্যই গুরুত্বপূর্ণ। আমরা সেভাবেই ভাবছি।’
২০১১ সালে ওয়ানডে বিশ্বকাপে বাংলাদেশের অধিনায়ক ছিলেন তরুণ সাকিব। এখন তিনি অনেকটাই পরিণত, বয়সও বেড়েছে। সেই অধিনায়ক সাকিব আর এই অধিনায়ক সাকিবের মধ্যে পার্থক্য কতটা এবং এবার দল বিশ্বকাপে কেমন করতে পারে বলে মনে করছেন টাইগার অধিনায়ক।
সাকিব দল নিয়ে আশাবাদী। তিনি বলেন, ‘আগেরবারের চেয়ে এবারের দলটা বেটার। বড় টুর্নামেন্টে জিততে হলে প্রতিটি ম্যাচ নিয়েই চিন্তা করতে হয়। আমরা ম্যাচ বাই ম্যাচ চিন্তা করে আগাবো।’