মাদক মামলায় রিয়া চক্রবর্তীর বিরুদ্ধে অভিযোগপত্র

বলিউড তারকা সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর সঙ্গে যুক্ত মাদকের মামলায় রিয়া চক্রবর্তী

 মাদক মামলায় রিয়া চক্রবর্তীর বিরুদ্ধে অভিযোগপত্র
মাদক মামলায় রিয়া চক্রবর্তীর বিরুদ্ধে অভিযোগপত্র-প্রথম নিউজ

প্রথম নিউজ, ডেস্ক : বলিউড তারকা সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর সঙ্গে যুক্ত মাদকের মামলায় রিয়া চক্রবর্তী ও তার ভাই সৌভিকসহ অন্যদের বিরুদ্ধে মুম্বাইয়ের বিশেষ আদালতে চার্জশিট জমা দিয়েছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ ব্যুরো (এনসিবি)।

ভারতীয় সংবাদ টাইমস অফ ইন্ডিয়ার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

বিশেষ পাবলিক প্রসিকিউটর অতুল সারপান্দে বলেছেন যে, বিচারিক আদালতে দাখিল করা চার্জশিটে উল্লিখিত সমস্ত অভিযুক্তের বিরুদ্ধে অভিযোগ বজায় রেখেছে।

আদালত রিয়া ও তার ভাইকে মাদকদ্রব্য সেবনের জন্য এবং সুশান্তের জন্য এই জাতীয় পদার্থ সংগ্রহ ও টাকা দেয়ার অভিযোগে চার্জ গঠন করার প্রস্তাব দিয়েছে।

অতুল সারপান্দে বলেন, ‘আদালতে সব অভিযুক্তের বিরুদ্ধে অভিযোগ গঠন করার কথা ছিল। তবে অভিযুক্তদের কয়েকজন ডিসচার্জ অ্যাপ্লিকেশন দিয়ে রাখায় এখনও পর্যন্ত চার্জ গঠনের বিষয়টি নিষ্পত্তি হয়নি।’

তিনি জানান, আদালত বলেছে ওই আবেদনগুলো নিষ্পত্তি করেই পরের সিদ্ধান্ত নেয়া হবে। আগামী ১২ জুলাই পরবর্তী শুনানি।

বুধবার রিয়া ও তার ভাইসহ সব আসামিকে আদালতে হাজির করা হয়।

২০২০ সালের সেপ্টেম্বরে এই মামলায় গ্রেফতার করা হয়েছিল রিয়াকে৷ গ্রেফতারের প্রায় এক মাস পরে তাকে বোম্বে হাইকোর্ট জামিন দেয়৷

রিয়া ছাড়াও তার ভাই এবং আরও কয়েকজনকে মাদক সেবন, দখল ও অর্থায়নের অভিযোগে মামলায় আসামি করা হয়েছে। তাদের বেশির ভাগই জামিনে রয়েছেন। ২০২০ সালের ১৪ জুন বান্দ্রায় অ্যাপার্টমেন্টে থেকে ঝুলন্ত অবস্থায় উদ্ধার করা হয় সুশান্তের মরদেহ।

Download করুন আমাদের App এবং Subscribe করুন আমাদের YouTube Channel:

news.google.com

https://apps.apple.com/de/app/prothomnews/id1588984606?l=en

https://play.google.com/store/apps/details?id=com.prothomnews

https://youtube.com/prothom