মণিপুরে পুলিশের অস্ত্রাগার লুট, হাসপাতালে আগুন
মণিপুরের চূড়াচন্দ্রপুর এবং কুয়াকতা অশান্ত হয়ে উঠেছে।
প্রথম নিউজ, অনলাইন ডেস্ক: ভারতের উত্তর-পূর্বাঞ্চলের রাজ্য মণিপুরের অবস্থা লিবিয়া, নাইজেরিয়া, সিরিয়া কিংবা লেবাননের মতো ভয়ঙ্কর- প্রাক্তন এক সেনাকর্তার এই টুইটের পরই মণিপুরের হিংসার অবস্থা আরও শোচনীয় হয়েছে। মণিপুরের জাতি যুদ্ধের ৪৩ এবং আজ ৪৪তম দিনে পরিস্থিতি শোচনীয় হয়েছে। মণিপুরের চূড়াচন্দ্রপুর এবং কুয়াকতা অশান্ত হয়ে উঠেছে। চূড়াচন্দ্রপুরের বিশ্ববিদ্যালয়ের সামনে থেকে এদিন কুকিদের একটি মিছিল বের হয়। পুলিশের অস্ত্রাগার লুন্ঠিত হয় এর অদূরেই।
কাউকেটাতে একটি হাসপাতালে অগ্নিসংযোগের চেষ্টা হয়। ৩মে থেকে মেইতেই সম্প্রদায় ও কুকি-নাগা সম্প্রদায়ের সংঘর্ষে উত্তাল মণিপুর। এই সংঘর্ষে মদত আছে মিয়ানমারের কুকিদের-এমন সন্দেহ ক্রমশ দানা বাঁধছে। মিয়ানমারের কুকি সন্ত্রাসবাদীরা এই সংঘর্ষে মণিপুরের কুকিদের সাহায্য করছে এই খবর সামনে আসার পর পরিস্থিতি আরও জটিল হয়েছে। যা ছিল দুই গোষ্ঠীর লড়াই, তা পরিণত হয়েছে হিন্দু এবং খ্রিস্টানদের লড়াইয়ে।