মা-বাবা কাজে, তালাবদ্ধ ঘরে আগুনে পুড়ে মরলো শিশু

শিশু সাকিব সাভারের পাথালিয়া ইউনিয়নের পানধোয়া বাজার এলাকার নিজাম উদ্দিনের ছেলে। তারা স্থানীয় শামসুন নাহারের বাড়িতে ভাড়া বাসায় থাকতো।

 মা-বাবা কাজে, তালাবদ্ধ ঘরে আগুনে পুড়ে মরলো শিশু

প্রথম নিউজ, সাভার (ঢাকা): ঢাকার সাভারের আশুলিয়ায় তালাবদ্ধ ঘরে আগুনে পুড়ে সাকিব (৪) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। রোববার (১১ ফেব্রুয়ারি) দুপুর ১২টার দিকে উপজেলার পাথালিয়া ইউনিয়নের পানধোয়া বাজার এলাকায় এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

শিশু সাকিব সাভারের পাথালিয়া ইউনিয়নের পানধোয়া বাজার এলাকার নিজাম উদ্দিনের ছেলে। তারা স্থানীয় শামসুন নাহারের বাড়িতে ভাড়া বাসায় থাকতো।

ফায়ার সার্ভিস জানায়, সকালের দিকে শিশুটিকে ঘরে রেখে তার বাবা-মা কাজে চলে যান। দুপুর ১২টার দিকে সেখানে আগুনের ঘটনা ঘটে। আগুনে চার কক্ষের টিনের ঘরটি পুরোপুরি পুড়ে যায়। এ সময় ঘরের ভেতরে থাকা শিশুটি পুড়ে সেখানেই মারা যায়।

সাভার সেনানিবাসস্থ জিরাবো মর্ডান ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার আবু সায়েম মাসুম বলেন, আমরা ১২টার দিকে খবর পাই। দুইটি ইউনিট সেখানে গিয়ে প্রায় ২০ মিনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনি। এরমধ্যে ওই বাড়ির অন্য কক্ষগুলোও পুড়ে যায়। আগুন নেভানোর পর শিশুটির মরদেহ উদ্ধার করা হয়।

তবে প্রাথমিকভাবে আগুনের কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানাতে পারেনি ফায়ার সার্ভিস। আশুলিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) নুর আলম বলেন, মরদেহটি পরিবারের কাছে বুঝিয়ে দেওয়া হয়েছে। এ বিষয়ে আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।