ভয় দেখিয়ে কণ্ঠরোধ সম্ভব নয়: এবি পার্টি
প্রথম নিউজ, ঢাকা : সমাবেশ ও বিক্ষোভ মিছিল কর্মসূচিতে উপস্থিত ছিলেন এবি পার্টির অন্যান্য নেতাকর্মীরাসমাবেশ ও বিক্ষোভ মিছিল কর্মসূচিতে উপস্থিত ছিলেন এবি পার্টির অন্যান্য নেতাকর্মীরা
দেশব্যাপী ৪৮ ঘণ্টার দ্বিতীয় দফা অবরোধের দ্বিতীয় দিনেও সংহতি জানিয়ে বিক্ষোভ সমাবেশ ও মিছিল করেছে এবি পার্টি।
সোমবার (৬ নভেম্বর) সকাল থেকেই নেতাকর্মীরা রাজধানীর বিজয়নগরে কেন্দ্রীয় কার্যালয় সংলগ্ন সড়কে জমায়েত হন। তারা সেখানে অবরোধের সমর্থনে স্লোগান দেন এবং হামলা, সন্ত্রাস ও গ্রেফতারের প্রতিবাদ জানিয়ে সংহতি প্রকাশ করেন।
এসময় আয়োজিত সমাবেশে এবি পার্টির যুগ্ম আহ্বায়ক অধ্যাপক ডা. আব্দুল ওহাব মিনার সর্বাত্মক অবরোধ সফল করার জন্য দেশবাসীকে ধন্যবাদ জানান।
তিনি বলেন, জনগণের এই সংগ্রাম রুদ্ধ করার সামর্থ্য কারো নেই। মানুষকে ভয় দেখিয়ে কণ্ঠরোধ সম্ভব নয়। মানুষের অধিকার হরণকারী সরকারের বিরুদ্ধে মানুষ অতিষ্ঠ। এই ফ্যাসিবাদী সরকার একদলীয় শাসন ব্যবস্থা কায়েম করেছে।
আব্দুল ওহাব মিনার বলেন, বিএনপি ও বিরোধী দলের কর্মসূচিতে গুলি করে, টিয়ার গ্যাস ও রাবার বুলেট মেরে অরাজকতা তৈরির মত ঘৃণ্য কাজ করে জনগণের বিরুদ্ধে অবস্থান নিয়েছে। রাজপথে বিরোধী মতকে থামিয়ে দেওয়ার মাধ্যমে একটি স্বৈরাচারী শাসনের প্রমাণ রেখেছে সরকার।
সমাবেশ ও বিক্ষোভ মিছিল কর্মসূচিতে আরও উপস্থিত ছিলেন এবি পার্টির অন্যান্য নেতাকর্মীরা।
Google News Logoবাংলা ট্রিবিউনের খবর পেতে গুগল নিউজে ফলো করুন