ভুলে বাজলো ফায়ার অ্যালার্ম, চার ইউনিট গিয়ে দেখলো আগুন লাগেনি
শুক্রবার দুপুরে খবর পেয়ে আগুন নেভাতে চার ইউনিট পাঠায় ফায়ার সার্ভিস।
প্রথম নিউজ, অনলাইন: বাংলাদেশ ব্যাংকে আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স। শুক্রবার দুপুরে খবর পেয়ে আগুন নেভাতে চার ইউনিট পাঠায় ফায়ার সার্ভিস। তবে ঘটনাস্থলে গিয়ে আগুনের কোনো আলামত পায়নি ফায়ার সার্ভিস। বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার রাদেশ বিন খালেদ।
তিনি বলেন, দুপুর ২টা ৩২মিনিটের দিকে খবর আসে বাংলাদেশ ব্যাংক ভবনে আগুন লেগেছে। তাৎক্ষণিকভাবে মতিঝিলে অবস্থানরত ইউনিট ঘটনাস্থলে পৌঁছায়। সঙ্গে আরও তিনটি ইউনিট যোগ দেয়। মোট চারটি ইউনিট গিয়ে দেখে আগুনের কোনো আলামত নেই। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ফায়ার অ্যালার্ম বেজেছে ভুলক্রমে।