ভারতের নতুন হাইকমিশনার প্রণয় কুমার ঢাকায়

বুধবার (২১ সেপ্টেম্বর) রাতে প্রণয় কুমার ভার্মা ঢাকায় পৌঁছান বলে জানা গেছে।

ভারতের নতুন হাইকমিশনার প্রণয় কুমার ঢাকায়
প্রণয় কুমার ভার্মা

প্রথম নিউজ, ঢাকা: বাংলাদেশে ভারতের নবনিযুক্ত হাইকমিশনার প্রণয় কুমার ভার্মা ঢাকায় পৌঁছেছেন। রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের কাছে পরিচয়পত্র পেশ করার পর তিনি তার দায়িত্ব পালন শুরু করবেন।

বুধবার (২১ সেপ্টেম্বর) রাতে প্রণয় কুমার ভার্মা ঢাকায় পৌঁছান বলে জানা গেছে।

ঢাকায় আসার আগে ভিয়েতনামে ভারতের রাষ্ট্রদূত হিসেবে দায়িত্ব সামলাচ্ছিলেন প্রণয় কুমার। ২০১৯ সালের ২৫ জুলাই সেখানে নিযুক্ত হওয়ার আগে তিনি ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের পূর্ব এশিয়া বিভাগের মহাপরিচালক হিসেবে দায়িত্ব পালন করেন। তারও আগে ভারতের পরমাণু কূটনীতিক হিসেবে অ্যাটমিক এনার্জিতে কাজ করেন তিনি।

১৯৯৪ সালে ফরেন সার্ভিসে যোগ দেওয়ার পর ভারতীয় কূটনীতিক হিসেবে প্রণয় কুমার হংকং, সানফ্রানসিস্কো, ওয়াশিংটন ডিসি ও কাঠমান্ডুতেও দায়িত্ব পালন করেছেন। মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে স্নাতক ডিগ্রিধারী প্রণয় ফরেন সার্ভিসে যোগ দেওয়ার আগে ভারতের স্টিল ম্যানুফ্যাকচারিং কোম্পানি টাটা স্টিলে চাকরি করেন।

প্রণয় কুমারের আগে বাংলাদেশে ভারতের হাইকমিশনারের দায়িত্ব পালন করেছেন বিক্রম কুমার দোরাইস্বামী। ২০২০ সালের ৫ অক্টোবর ঢাকায় ভারতীয় হাইকমিশনার হিসেবে যোগ দিয়েছিলেন তিনি। এ পদে দায়িত্বের মেয়াদ শেষ হওয়ায় গত ১৮ সেপ্টেম্বর তিনি ঢাকা ছেড়ে যান।

দোরাইস্বামীর নতুন কর্মস্থল হচ্ছে যুক্তরাজ্য। সেখানে ভারতের হাইকমিশনার পদে দায়িত্ব পালন করবেন তিনি।

Download করুন আমাদের App এবং Subscribe করুন আমাদের YouTube Channel:

news.google.com

https://apps.apple.com/de/app/prothomnews/id1588984606?l=en

https://play.google.com/store/apps/details?id=com.prothomnews

https://youtube.com/prothom