ভারতে মাওবাদীদের সঙ্গে বন্দুকযুদ্ধে ২ সেনাসহ নিহত ১৪
প্রথম নিউজ, অনলাইন ডেস্ক: ছত্তিশগড়ের বিজাপুর জেলায় মাওবাদীদের সঙ্গে বন্দুকযুদ্ধে দুই ভারতীয় সেনাসহ অন্তত ১৪ জন নিহত হয়েছেন। ভারতীয় সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়া জানিয়েছে, রোববার (৯ ফেব্রুয়ারি) সকালে ছত্তিশগড়ের বিজাপুর জেলায় নিরাপত্তাকর্মীরা অভিযানে যান। এ সময় তাদের সঙ্গে মাওবাদীদের ভয়ংকর বন্দুকযুদ্ধ শুরু হয়। এতে অন্তত ১২ জন মাওবাদী এবং দুই সেনা সদস্য নিহত হন। এনকাউন্টার চলাকালীন দুই সেনা নিহতের পাশাপাশি আরও দুই সেনা সদস্যও আহত হয়েছেন। তাদেরকে উন্নত চিকিৎসার জন্য হাসপাতালে নেওয়া হয়েছে।
সিনিয়র এক পুলিশ কর্মকর্তা জানিয়েছেন, ‘নিরাপত্তাকর্মীদের একটি দল যখন মাওবাদীবিরোধী অভিযান চালাচ্ছিলেন, তখন সকালের দিকে ইন্দ্রাবতী জাতীয় উদ্যান এলাকার একটি ঘন জঙ্গলে বন্দুকযুদ্ধ শুরু হয়। প্রাথমিক তথ্য অনুযায়ী, বন্দুকযুদ্ধে ১২ জন মাওবাদী নিহত হয়েছেন। ’ তিনি বলেন, ‘ওই এলাকায় এখনো গোলাগুলি চলছে। বিস্তারিত তথ্যের জন্য অপেক্ষা করা হচ্ছে। পরিস্থিতি এখনও উত্তেজনাপূর্ণ এবং কর্তৃপক্ষ উচ্চ সতর্ক অবস্থানে রয়েছে। ’
এদিকে ইন্ডিয়ান এক্সপ্রেস বলছে, বস্তার রেঞ্জের পুলিশ মহাপরিদর্শক সুন্দররাজ পি, নিশ্চিত করেছেন যে এনকাউন্টারে নিহত একজন সেনা ডিস্ট্রিক্ট রিজার্ভ গার্ড (ডিআরজি) এবং অপরজন মাওবাদী বিরোধী অভিযানে বিশেষজ্ঞ স্পেশাল টাস্ক ফোর্স (এসটিএফ) রাজ্য-স্তরের সদস্য ছিলেন।