ভোট বর্জনের আহ্বানে ফারুকের লিফলেট বিতরণ
প্রথম নিউজ, নোয়াখালী:দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন বর্জন, সরকারের পদত্যাগের একদফা ও অসহযোগ আন্দোলনের লক্ষ্যে টানা তিন দিনের গণসংযোগ ও লিফলেট বিতরণের কর্মসূচি পালন করছে বিএনপিসহ সমমনা দল ও জোট।
কর্মসূচির দ্বিতীয় দিনে বুধবার সকালে ঢাকা নোয়াখালী হাইওয়ে রোডে সেনবাগে ডামি’ নির্বাচন বর্জনের আহ্বান জানিয়ে লিফলেট বিতরণ কর্মসূচির নেতৃত্ব দিয়েছেন বিএনপি চেয়ারপারসেনের উপদেষ্টা জয়নুল আবদিন ফারুক।
লিফলেট বিতরণ অনুষ্ঠান শেষে এক সংক্ষিপ্ত বক্তব্যে বিএনপির নেতা বলেন, প্রহসনের নির্বাচনি খেলায় মেতে উঠেছে সরকার। এই ডামি নির্বাচনে জনগণের জনপ্রতিনিধি বাছাইয়ের সুযোগ নেই, এমন একটি নির্বাচনি খেলা জনগণ চায় না।
অবৈধ সরকার ও নির্বাচন কমিশনের একতরফা পাতানো তামাশার এ নির্বাচন জনগণ তাতে ঘৃণা ভরে প্রত্যাখ্যান করেছে।
এ সময় প্রহসনের নির্বাচন বর্জন করার পাশাপাশি সরকারের পদত্যাগ ও নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচনের দাবিতে গণআন্দোলন গড়ে তোলার আহ্বান জানান তিনি।
লিফলেট বিতরণ কর্মসূচিতে আরো উপস্থিত ছিলেন বিএনপি নেতা আব্দুল্লাহ আল মামুন, ফারুক বাবুলসহ সেনবাগ উপজেলা ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবক দলের নেতারা।