বেড়িবাঁধে বেতনের দাবিতে গার্মেন্টস শ্রমিকদের সড়ক অবরোধ

রাজধানীর আদাবর থানা এলাকার বেড়িবাঁধে চলতি মাসের (এপ্রিল) বেতনের দাবিতে সাইনেস্ট অ্যাপারেলস লিমিটেডের শ্রমিকরা সড়ক অবরোধ করে রেখেছেন

বেড়িবাঁধে বেতনের দাবিতে গার্মেন্টস শ্রমিকদের সড়ক অবরোধ

প্রথম নিউজ, ঢাকা : রাজধানীর আদাবর থানা এলাকার বেড়িবাঁধে চলতি মাসের (এপ্রিল) বেতনের দাবিতে সাইনেস্ট অ্যাপারেলস লিমিটেডের শ্রমিকরা সড়ক অবরোধ করে রেখেছেন।

বুধবার (১৯ এপ্রিল) দুপুর ১টা ২০ মিনিটে আদাবর বেড়িবাঁধ গাবতলী রোড অবরোধ করেন তারা।

বিষয়টি নিশ্চিত করেছেন আদাবর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাকের মোহাম্মদ জুবায়ের। তিনি ঢাকা পোস্টকে বলেন, আদাবর থানার বেড়িবাঁধের ঢালে সাইনেস্ট অ্যাপারেলস লিমিটেডের শ্রমিকরা চলতি মাসের বেতনের দাবিতে সড়ক অবরোধ করে রেখেছেন। তাদের দাবি চলতি মাসের বেতন দিতে হবে। অন্যদিকে গার্মেন্টস মালিকদের দাবি, তারা শ্রমিকদের বেতন বোনাস দিয়ে দিয়েছে। বলছে, এখনো এমন কোন নির্দেশনা পায়নি যে, তাদের (শ্রমিকদের) চলতি মাসের বেতন দিতে হবে। 

তিনি আরো বলেন, সড়ক অবরোধের কারণে বেড়িবাঁধ এলাকার দুই পাশে যানজট সৃষ্টি হয়েছে। আমরা শ্রমিক এবং মালিকদের সঙ্গে আলোচনায় বসেছি বিস্তারিত পরে জানানো হবে।