বিস্ফোরক মামলায় র্যাবের হাতে যুবদল নেতা গ্রেপ্তার
প্রথম নিউজ, চট্টগ্রাম : চট্টগ্রামের হাটহাজারী থানায় দায়ের হওয়া একটি বিস্ফোরক মামলার আসামি যুবদল নেতা মো. গিয়াস উদ্দিনকে (৩৬) গ্রেপ্তার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)।
বুধবার (৬ ডিসেম্বর) তাকে হাটহাজারীর ইস্টার্ন শপিং সেন্টার এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গিয়াস উদ্দিন উত্তর মার্দাশা ইউনিয়ন যুবদলের আহ্বায়ক।
র্যাব জানিয়েছে, গত ২৯ অক্টোবর বিএনপির ডাকে অবরোধ চলাকালে চট্টগ্রাম-খাগড়াছডি মহাসড়কে জড়ো হয়ে নাশকতামূলক কর্মকাণ্ড পরিচালনা করে হাটহাজারী থানা এবং পৌরসভা বিএনপির নেতাকর্মীরা। ওই সময় জিসান চৌধুরী (২৩) নামের এক ব্যক্তি বাড়ি ফিরছিলেন। অবরোধ সমর্থকরা তার ওপর চড়াও হয়। এ ঘটনায় ভুক্তভোগী জিসান চৌধুরী বাদী হয়ে হাটহাজারী থানায় ৩৫ জনের নাম উল্লেখ এবং অজ্ঞাতনামা ৭০ থেকে ৮০ জনকে আসামি করে একটি মামলা করেন।
চট্টগ্রাম র্যাবের সিনিয়র সহকারী পরিচালক মো. নুরুল আবছার বলেন, বিস্ফোরক ও দণ্ডবিধি আইনে দায়ের হওয়া মামলার আসামি ছিলেন যুবদল নেতা গিয়াস উদ্দিন। আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য তাকে হাটহাজারী থানায় হস্তান্তর করা হয়েছে।