বৃষ্টির দাপটের দিনে ৩২ ওভারে ৬ উইকেট নেই ইংল্যান্ডের     

বুধবার ভিন্ন ভিন্ন দেশে তিনটি ভিন্ন ম্যাচে মুখোমুখি হয়েছিল ওয়েস্ট ইন্ডিজ-নিউজিল্যান্ড, আফগানিস্তান-আয়ারল্যান্ড ও ইংল্যান্ড- দক্ষিণ আফ্রিকা

 বৃষ্টির দাপটের দিনে ৩২ ওভারে ৬ উইকেট নেই ইংল্যান্ডের      
 বৃষ্টির দাপটের দিনে ৩২ ওভারে ৬ উইকেট নেই ইংল্যান্ডের -প্রথম নিউজ

প্রথম নিউজ, ডেস্ক : বুধবার ভিন্ন ভিন্ন দেশে তিনটি ভিন্ন ম্যাচে মুখোমুখি হয়েছিল ওয়েস্ট ইন্ডিজ-নিউজিল্যান্ড, আফগানিস্তান-আয়ারল্যান্ড ও ইংল্যান্ড- দক্ষিণ আফ্রিকা। সবগুলো ম্যাচেই একবারের জন্য হলেও হানা দিয়েছে বৃষ্টি। এর মধ্যে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে ইংল্যান্ড-দক্ষিণ আফ্রিকার মধ্যকার লর্ডস টেস্ট।

ক্রিকেটের ঐতিহাসিক ভেন্যুতে সিরিজের প্রথম ম্যাচের প্রথম দিন বৃষ্টির পেটে চলে গিয়েছে পুরো ৫৮ ওভার। তবে খেলা হওয়া ৩২ ওভারেই স্বাগতিক ইংল্যান্ডের নাভিশ্বাস তুলেছেন প্রোটিয়া পেসাররা। যেখানে মাত্র ১১৬ রান তুলতেই ৬ উইকেট হারিয়ে চাপে পড়ে গেছে ইংলিশরা।

বৃষ্টিবিঘ্নিত প্রথম দিনে টস জিতে ইংল্যান্ডকে ব্যাটিংয়ে পাঠায় দক্ষিণ আফ্রিকা। শুরু থেকেই নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে ইংল্যান্ড। দুই ওপেনার অ্যালেক্স লিস ৫ ও জ্যাক ক্রলি আউট হন ৯ রান করে। ফর্মে থাকা দুই ব্যাটার জো রুট (৮) ও জনি বেয়ারস্টো (০) কিছুই করতে পারেননি।

একপ্রান্ত ধরে রেখে খেলতে থাকেন তিন নম্বরে নামা ওলি পোপ। অধিনায়ক বেন স্টোকসের সঙ্গে পোপের পঞ্চম উইকেট জুটিতে আসে ৪৫ রান। স্টোকস আউট হওয়ার আগে করেন ২০ রান। পরে উইকেটরক্ষক ব্যাটার বেন ফোকস ফিরে যান ৬ রান করে। দিন শেষে অলি পোপ ৬১ রানে অপরাজিত রয়েছেন।

দক্ষিণ আফ্রিকার পক্ষে এনরিক নরকিয়া একাই নিয়েছেন তিন উইকেট। যার সুবাদে পূরণ হয়েছে তার টেস্ট ক্যারিয়ারের পঞ্চাশ উইকেট। এছাড়া কাগিসো রাবাদা ২ ও মার্কো জানসেন নিয়েছেন ১টি উইকেট।

Download করুন আমাদের App এবং Subscribe করুন আমাদের YouTube Channel: