বিশাল ব্যাবধানে জয় আফগানদের

আগে ব্যাটিং করে রহমতুল্লাহ গুরবাজ ও ইব্রাহিম জাদরানের সেঞ্চুরিতে ৩৩১ রানের পাহাড় গড়ে আফগানিস্তান। সেই রান তাড়া করতে নেমে ব্যাটারদের ব্যর্থতায় মাত্র ১৮৯ রানে গুটিয়ে যায় বাংলাদেশ।

বিশাল ব্যাবধানে জয় আফগানদের

প্রথম নিউজ, খেলা ডেস্ক: সিরিজে টিকে থাকার জন্য জয়ের কোনো বিকল্প ছিল না। আর সেই ম্যাচেই কিনা বোলিং-ব্যাটিং দুই বিভাগই মুখ থুবড়ে পড়লো। আগে ব্যাটিং করে রহমতুল্লাহ গুরবাজ ও ইব্রাহিম জাদরানের সেঞ্চুরিতে ৩৩১ রানের পাহাড় গড়ে আফগানিস্তান। সেই রান তাড়া করতে নেমে ব্যাটারদের ব্যর্থতায় মাত্র ১৮৯ রানে গুটিয়ে যায় বাংলাদেশ। ১৪২ রানের জয়ে প্রথমবারের মতো বাংলাদেশের বিপক্ষে  ওয়ানডে সিরিজ জয়ের স্বাদ পেলো আফগানিস্তান। 

 ব্যাট হাতে ধুকছে লিটনের দল

দলীয় ৭২ রানে উইকেট খোয়ান আফিফ হোসেন। প্রথম ওয়ানডেতেও ব্যর্থ হওয়া আফিফ এবার মারলেন ‘গোল্ডেন ডাক’। এতে মাত্র ১৮.৩ ওভারে ৭২/৬ সংগ্রহ নিয়ে চরম বিপর্যয়ে পড়ে বাংলাদেশ। এর আগে সাজঘরে ফেরেন তাওহিদ হৃদয়, সাকিব আল হাসান, নাঈম শেখও।বিশাল রান তাড়া করতে গিয়ে শুরুতেই ধাক্কা খায় বাংলাদেশ। দলীয় ১৫ রানে উইকেট খোয়ান লিটন কুমার দাস। আফগান পেসার ফজলহক ফারুকির বলে মোহাম্মদ নবীর হাতে ক্যাচ দেন বাংলাদেশ দলের ভারপ্রাপ্ত অধিনায়ক । আবারো ব্যর্থ  নাজমুল হোসেন শান্ত।

সাম্প্রতিক ক্রিকেটে উড়ন্ত ফর্ম দেখানো শান্ত উইকেট খোয়ালেন ১ রানে। আফগান অফস্পিনার মুজিব উর রহমানের বলে সরাসরি বোল্ড হয়ে যান শান্ত। এতে ৫.৫ ওভার শেষে বাংলাদেশের সংগ্রহ দাঁড়ায় ২০/২-এ।

বাংলাদেশের টার্গেট ৩৩২

৩৩১/৯ সংগ্রহ নিয়ে শেষ হলো আফগানিস্তানের ইনিংস।

সেঞ্চুরি হাঁকালেন ইবরাহিম জাদরানও

রহমানুল্লাহ গুরবাজের পর সেঞ্চুরি হাঁকালেন ইবরাহিম জাদরানও। তবে পরের বলেই সাজঘরে ফেরেন আফগান ওপেনার। কাঁটায় কাঁটায় ১০০ রানে মোস্তাফিজুর রহমানের বলে শান্তর হাতে ক্যাচ দেন ইবরাহিম। ৪৫.৩তম ওভার শেষে আফগানিস্তানের সংগ্রহ দাঁড়ায় ২৯৯/৫-এ। 

২৫৬ রানের জুটি ভাঙলেন সাকিব

অবশেষে আফগানিস্তানের জুটি ভাঙলেন সাকিব। ২৫৬ রানে ভাঙলো আফগানদের ওপেনিং জুটি। সাকিবের ডেলিভারিতে ব্যক্তিগত ১৪৫ রানে এলবিডাব্লিউর ফাঁদে পড়েন রহমানুল্লাহ গুরবাজ। পরে পেসার ইবাদত হোসেনের বলে ক্যাচ দিয়ে সাজঘরে ফেরেন ওয়ানডাউন ব্যাটার রহমত শাহ। ৩৭.১তম ওভার শেষে আফগানিস্তানের সংগ্রহ দাঁড়ায় ২৫৯/২-এ। 

গুরবাজের সেঞ্চুরি

সাকিব, মোস্তাফিজ, ইবাদত, হাসান মাহমুদ কিংবা মেহেদী মিরাজ- কাউকেই ছাড় দিচ্ছেন না  রহমানুল্লাহ গুরবাজ। চার-ছক্কার পসরা বসিয়ে তুলে নিয়েছেন ওয়ানডে ক্যারিয়ারের ৪র্থ সেঞ্চুরি। ১০০ রান করতে ১০০ বলে ৮ চার ও ৬ ছক্কা হাঁকিয়েছেন এই আফগান ওপেনার। গুরবাজের সেঞ্চুরিতে ভর করে ২৮ ওভার শেষে বিনা উইকেটে ১৭৪ রান আফগানিস্তানের।

আফগানদের দলীয় একশ’

ক্রিজে থিতু হয়ে গেছেন আফগানিস্তানের দুই ওপেনার। ওপেনিং জুটিতে দুই ব্যাটার মিলে দলীয় সেঞ্চুরি করে ফেলেছেন। ১৪.৫ ওভার শেষে বিনা উইকেটে ১০৫ রান আফগানদের। ৬০ বলে ৭ চার ও ৪ ছক্কায় ৬২* রান রহমানুল্লাহ গুরবাজের। ৩২ বলে ৩ বাউন্ডারিতে ২৪* রান নিয়ে ক্রিজে আছেন ইবরাহিম জাদরান। 

বিনা উইকেটে ৫০ পার আফগানিস্তানের

টাইগার বোলারদের মোকাবিলায় দৃঢ় হাতে ব্যাট চালাচ্ছেন আফগানিস্তান। ওপেনিং জুটিতে ইতোমধ্যে ৫০’র কোঠা পেরিয়েছেন রহমানুল্লাহ গুরবাজ এবং ইবরাজিম জাদরান। ৮.৩ ওভার শেষে বিনা উইকেটে আফগানিস্তানের সংগ্রহ ৬১ রান। 

টসে জিতে বোলিংয়ে বাংলাদেশ, তামিমের জায়গায় একাদশে নাঈম

সিরিজ বাঁচানোর লড়াইয়ে আফগানিস্তানের মুখোমুখি বাংলাদেশ। আজ চট্টগ্রাম জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে টসে জিতে আগে বোলিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন টাইগার অধিনায়ক লিটন দাস। 

আফগানিস্তানের বিপক্ষে চলমান ওয়ানডে সিরিজের মাঝেই অবসরের ঘোষণা দেন টাইগার অধিনায়ক তামিম ইকবাল। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার হস্তক্ষেপে অবসরের সিদ্ধান্ত প্রত্যাহার করলেও আফগানদের বিপক্ষে সিরিজের বাকি দুই ম্যাচ খেলবেন না তিনি। আজ দ্বিতীয় ম্যাচে তামিমের জায়গায় অন্তর্বর্তীকালীন অধিনায়ক লিটন দাসের সঙ্গে ওপেন করবেন মোহাম্মদ নাঈম।

বাংলাদেশ একাদশ


লিটন দাস (অধিনায়ক), মোহাম্মদ নাঈম, নাজমুল হোসেন শান্ত, সাকিব আল হাসান, তাওহীদ হৃদয়, মুশফিকুর রহীম (উইকেটরক্ষক), আফিফ হোসেন, মেহেদী হাসান মিরাজ, হাসান মাহমুদ, ইবাদত হোসেন এবং মোস্তাফিজুর রহমান।

আফগানিস্তান একাদশ
রহমানুল্লাহ গুরবাজ (উইকেটরক্ষক), ইবরাহিম জাদরান, রহমত শাহ, হাশমতউল্লাহ শহীদী (অধিনায়ক), মোহাম্মদ নবী, নাজিবুল্লাহ জাদরান, রশিদ খান, মুজিব উর রহমান, ফজলহক ফারুকি, আজমতউল্লাহ উমরজাই এবং মোহাম্মদ সালিম।