বাঁশখালীতে ২০ প্রতিষ্ঠানকে জরিমানা

বৃহস্পতিবার  দুপুর ৩ টা থেকে  রাত ৮টা পর্যন্ত  তিনটি  ইউনিয়নে ভ্রম্যমাণ আদালত পরিচালিত হয়।

বাঁশখালীতে ২০ প্রতিষ্ঠানকে জরিমানা
বাঁশখালীতে ২০ প্রতিষ্ঠানকে জরিমানা

প্রথম নিউজ, চট্টগ্রাম: চট্টগ্রামের বাঁশখালী উপজেলার গুনাগরী, হারুনবাজার ও চাঁদপুর বাজারে বাজার মনিটরিংয়ের অংশ হিসেবে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেছে  উপজেলা প্রশাসন।  বৃহস্পতিবার  দুপুর ৩ টা থেকে  রাত ৮টা পর্যন্ত  তিনটি  ইউনিয়নে ভ্রম্যমাণ আদালত পরিচালিত হয়। এই সময় মূল্য তালিকা সংরক্ষণ না করা, প্রধান সড়কের উপর দোকানের মালপত্র রাখা, নির্ধারিত মূল্যের অধিক মূল্যে পণ্য বিক্রি, অস্বাস্থ্যকর পরিবেশে খাবার প্রস্তুত ও পরিবেশন, হাতুড়ে চিকিৎসাসহ ২০টি প্রতিষ্ঠানকে ৮০ হাজার ৫০০ টাকা জরিমানা করা হয়। 

বাঁশখালী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট খোন্দকার মাহমুদুল হাসান বলেন, উপজেলার তিন ইউনিয়নের ২০ প্রতিষ্ঠানের ২০ জন ব্যক্তিকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে ৮০ হাজার ৫০০ টাকা জরিমানা করা হয়েছে। জনস্বার্থে প্রশাসনের এই অভিযান অব্যাহত থাকবে।

Download করুন আমাদের App এবং Subscribe করুন আমাদের YouTube Channel: