বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার স্থগিত
প্রথম নিউজ, অনলাইন: বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার ২০২৪ এর পূর্বঘোষিত তালিকা স্থগিত করা হয়েছে। শনিবার বাংলা একাডেমির মহাপরিচালক অধ্যাপক মোহাম্মদ আজমের সই করা এক নোটিশে এই তথ্য জানানো হয়। গত বৃহস্পতিবার ২০২৪ সালের পুরস্কারের জন্য ১০ জনের নাম ঘোষণা করা হয়েছিল। পুরস্কার ঘোষণার পর এ নিয়ে ব্যাপক সমালোচনা শুরু হয়। বিগত সরকারের সুবিধাভোগী ব্যক্তি পুরস্কার পেয়েছেন এমন দাবি করে সামাজিক যোগাযোগ মাধ্যমে তীব্র প্রতিক্রিয়া দেন অনেকে।