ব্রাহ্মণবাড়িয়ায় দুই প্রাইভেটকারে মিললো ৫০ কেজি গাঁজা, আটক ৩

আটকরা হলেন- হবিগঞ্জ জেলার বাহুবলের শফিক আলীর ছেলে মো. আকাইদ (২৫), আরজু মিয়ার ছেলে মো. আলী হোসেন (৩৫) ও মৃত শুক্কুর আলীর ছেলে জাহির মিয়া (৩৫)।

ব্রাহ্মণবাড়িয়ায় দুই প্রাইভেটকারে মিললো ৫০ কেজি গাঁজা, আটক ৩

প্রথম নিউজ, ব্রাহ্মণবাড়িয়া: ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ থেকে ৫০ কেজি গাঁজাসহ তিন মাদক ব্যবসায়ীকে আটক করেছে র‌্যাব।

আজ বুধবার ভোরে ঢাকা-সিলেট মহাসড়কের হোটেল উজানভাটির সামনের সড়কে দুটি প্রাইভেটকারে তল্লাশি চালিয়ে এসব গাঁজা উদ্ধার করা হয়। প্রাইভেটকার দুটিও জব্দ করা হয়েছে।

আটকরা হলেন- হবিগঞ্জ জেলার বাহুবলের শফিক আলীর ছেলে মো. আকাইদ (২৫), আরজু মিয়ার ছেলে মো. আলী হোসেন (৩৫) ও মৃত শুক্কুর আলীর ছেলে জাহির মিয়া (৩৫)।

র‍্যাব-১৪ এর ভৈরব ক্যাম্পের কোম্পানি অধিনায়ক অতিরিক্ত পুলিশ সুপার রফিউদ্দীন মোহাম্মদ যোবায়ের বলেন, ভৈরব ক্যাম্পের অভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে উজানভাটি হোটেলের সামনে মহাসড়কের ওপর অভিযান পরিচালনা করে। এ সময় দুটি প্রাইভেটকারে তল্লাশি চালিয়ে ২৫ কেজি করে ৫০ কেজি গাঁজা জব্দ করা হয়৷

রফিউদ্দীন আরও বলেন, প্রাইভেটকার দুটি জব্দ করা হয়েছে। এর সঙ্গে জড়িত তিনজন মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে। তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলার প্রস্তুতি চলছে।

Download করুন আমাদের App এবং Subscribe করুন আমাদের YouTube Channel:

news.google.com

https://apps.apple.com/de/app/prothomnews/id1588984606?l=en

https://play.google.com/store/apps/details?id=com.prothomnews

https://youtube.com/prothom