বরিশালে ডেঙ্গুতে ৩ জনের মৃত্যু, শনাক্ত ১৯২
প্রথম নিউজ, বরিশাল : বরিশাল বিভাগে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে ৩ জনের মৃত্যু হয়েছে। এ সময় আরও ১৯২ জন রোগী ডেঙ্গু শনাক্ত হয়ে বিভাগের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন।
মৃতদের তিনজনই ডেঙ্গুতে আক্রান্ত হয়ে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ (শেবাচিম) হাসপাতালে ভর্তি হয়েছিলেন। এর মধ্যে ভোলার আব্দুল হক ২২ আগস্ট রাতে মারা যায়। পটুয়াখালীর রফিক ২২ আগস্ট সকালে ভর্তি হয়ে রাতে মারা যায়। এছাড়া বরগুনার হাসিনা ২২ আগস্ট দুপুরে শেবাচিমে ভর্তি হয়ে ২৩ আগস্ট সকালে মারা যান।
মঙ্গলবার (২৩ আগস্ট) দুপুরে স্বাস্থ্য অধিদপ্তর বরিশাল বিভাগীয় কার্যালয়ের পাঠানো বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
স্বাস্থ্য বিভাগের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় বিভাগের ছয় জেলার বিভিন্ন সরকারি হাসপাতালে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে ভর্তি হয়েছেন ১৯২ জন। এর মধ্যে সবচেয়ে বেশি বরিশালে ৭৭, পটুয়াখালীতে ৪৮, পিরোজপুরে ৩৩, ভোলায় ২০, বরগুনায় ১২ ও ঝালকাঠিতে ২ জন।
চলতি বছরের জানুয়ারি থেকে এখন পর্যন্ত বরিশাল বিভাগের বিভিন্ন সরকারি হাসপাতালে ১১ হাজার ৮৩৭ জন ডেঙ্গুরোগী ভর্তি হয়েছেন। এর মধ্যে সুস্থ হয়েছেন ১০ হাজার ৯৯৩ জন।
ডা. শ্যামল কৃষ্ণ মন্ডল জানান, বিভাগে এখন পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়ে মারা গেছেন ৩৩ জন। এর মধ্যে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ২৪, ভোলায় ৪, বরগুনায় ৩ ও পিরোজপুরে ২ জন।
তিনি আরও বলেন, ডেঙ্গু রোধে সচেতনতাই জরুরি। মানুষ সচেতন না হলে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা কমানো যাবে না। বিভাগের সব সরকারি হাসপাতালগুলোতে নির্দেশনা দেওয়া হয়েছে ডেঙ্গু রোগীদের প্রতি বিশেষ গুরুত্ব দিতে।